সম্প্রতি এইজি লাইভ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নকল জ্যাকসনকে প্রচারণায় ব্যবহার করার অভিযোগ এনেছে জ্যাকসনের পরিবার।
জ্যাকসনের পরিবারের পক্ষ থেকে ৪০০ কোটি মার্কিন ডলারের একটি মামলা করা হয়েছে। জ্যাকসনের পরিবারের অভিযোগ, ২০০৯ সালে লন্ডনে ‘দিস ইজ ইট’ কনসার্টের আগে অসুস্থ মাইকেল জ্যাকসনের পরিবর্তে নকল একজনকে ভাড়া করেছিল প্রতিষ্ঠানটি।
জ্যাকসন-পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র যুক্তরাজ্যের ‘ডেইলি স্টার’ পত্রিকাকে জানিয়েছে, জ্যাকসনের ছেলে প্যারিস, প্রিন্স ও তাঁর দাদির বিশ্বাস, এইজি তাদের কনসার্টের প্রচারণায় হুবহু মাইকেল জ্যাকসনের মতো দেখতে এমন একজনকে ব্যবহার করেছিল। আর এ প্রতারকের সন্ধান বের করতে গোয়েন্দাদেরও সাহায্য নেওয়া হয়েছিল।
মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন ও জ্যাকসনের দুই ছেলে মনে করেন, ২০০৯ সালে প্রথম যখন কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছিল, তখন একজনকে মাইকেল জ্যাকসন সাজিয়ে প্রচারণা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। তারা নকল জ্যাকসনের একটি ভিডিও ক্লিপও প্রকাশ করে, যেখানে দেখা যায়, মাইকেল জ্যাকসন তাঁর ফেয়ারওয়েল ট্যুরের জন্য প্রস্তুতি নিচ্ছেন আর তিনি অসুস্থ।
বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ বিয়াংকা কোব এ প্রসঙ্গে জানান, ভিডিও ক্লিপে প্রদর্শিত চরিত্রটি আসল মাইকেল জ্যাকসনের নয়। প্রকৃত জ্যাকসনের চেয়ে এ ক্লিপে ব্যাপক পার্থক্য দেখা যায়।
অবশ্য নকল জ্যাকসন ভাড়া করার এই অভিযোগ অস্বীকার করেছে এইজি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।