জীবন টা একটা বইয়ের পাতার মত যত উল্টাবে ততই জানবে !!!
আমি আজকে বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু কথা বলি । আমাদের সরকার যে গুলো শুরু করেছে আমার মনে হয় আংশিক কিছু লোক ছাড়া আর কেউ-ই তার সুফল পাচ্ছেনা। কারণ সরকারের উচিত ছিল যা কিছু করার ঈদের পরে করতে। আমার মনে হয় কিছু চামচার কারণে সরকারের মাথা ব্যথা উঠে গেছে তাই ঈদ কে সামনে রেখে তারা এই কাজ গুলো করছে । তারা মনে করছে এটা একটা পয়েন্ট হতে পারে আ-লীগের জন্য ।
আসলে পয়েন্ট হল নাকি জন সাধারণ এই দুই দলের প্রতি আস্থা হারালো ? তাদের মনে রাখা দরকার ছিল জনগণ-ই সকল ক্ষমতার অধিকারী । কেউ বলবেন আপনি গাছ রোবেন আমি ফল খাবো-কেউ বলবেন আপনি জামা সেলান আমি আসলে গায়ে দিয়ে দেখুম নি !! প্রথম আলো থেকে নেওয়া** বাসযাত্রী রুবিনা আক্তার, হরতালের কারণে বাস ছাড়বে না জেনে
অন্যায় করলে সরকার ও বিরোধী দল করেছে। আমরা তো কোনো অন্যায় করিনি। তাহলে আমাদের কেন এত ভোগান্তিতে পড়তে হবে!**
বোনরে আমরা তাদেরকে ভোট দিই আর সেটাই আমাদের দোষ । আমরা ভোট দিই সমাধানের জন্য কিন্ত হয় সমস্যা ।
যতদিন হিংসা-প্রতি হিংসার রাজনীতি চলবে ততদিন কোন সমস্যা সমাধান হবেনা। আমাদের দেশে যে সরকার-ই আসুক সবাই আগে তার নিজের চিন্তা করে ৫ বছরে আমার কত ইনকাম হবে কত জন আমি খুন করবো আমার পথে কেকে বাদা হয়ে দাঁড়াবে তাদের কি ভাবে সরানো যায় আমি যাতে আগামীতে আবার সরকার প্রধান হতে পারি সেই কাজ করে যেতে হবে - এই সব চিন্তা যারা করে তাদের কি দেশের কথা দেশের জনগণের কথা চিন্তা করার সময় তাদের হাতে আছে ? কিছু লোভী নেতার কারণে আমাদের দেশের মেধাবী ছাত্রদের জীবন দিতে হয়। ভেঙ্গে যায় তাদের পরিবারের সপ্ন। এসব কিছু পরিবারের ভার হয়তো সরকার নিবে -কিন্ত সরকার কি পারবে প্রিয় সন্তান, প্রিয় ভাইটিকে ফেরত দিতে । তারা কি পারবে প্রিয় সন্তানের মুখে মা বাবা ডাক শুনাতে !! আথচ আমার মনে হয়না আজও কোন নেতার ছেলে কিংবা মেয়ের হাত অথবা পা ভেঙ্গে গেছে বা তাদের বুকে ছাত্র নামের সন্ত্রাসিরা গুলি চালিয়েছে কেউ বলেনি এ কথা ।
কারণ তাদের হাত অ......নে.....ক লাম্বা তাদের অ.......নে........ক টাকা । আসুন আমরা সমস্যা না করে সমাধানের চেস্টা করি...।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।