রিজওয়ানুল ইসলাম রুদ্র
শীতের নৈঃসঙ্গ স্বাদে ওপার থেকে ঝরতে থাকে হিম কুয়াশা
রক্তের লোহিতকণিকায় বরফকুচি মদের গ্লাসে ভালোবাসা
একফালি উষ্ণতা হাহাকার আর স্বপ্নের ভেতর সোনালি রোদ
মৃত কুয়াশায় ঢেকে আছে পুরনো কবর নির্লিপ্ত মৃত্যুবোধ!
রক্তজবা সূর্য স্তব্ধ যেন লাল মাংস ছিঁড়ে খেয়েছে শীতের হায়েনা
ঘড়ির কাঁটায় রোদের ঝিলিক হঠাৎ ভেঙে পড়ে কুয়াশার আয়না
শীতের বিমর্ষ রাতে কবির ঘুম ভাঙে চারিদিকে শীতল হতাশা
ফায়ারিং স্কোয়াড যেন বেনসন সিগারেট জ্বলে ওঠা ধূসর ধোঁয়াশা
জেগে ওঠা বরফের নদী ঢেউ তোলে কুমারির ক্ষতযোনি ছিন্ন করে
রহস্যে আবৃত অতিথি-পাখি গান গায় ফুনেরাল উৎসবে করুণ সুরে
শীতের পাখি সে আজন্ম উড়ে বেড়ায় মেঘের মতো খোঁজে অচিনপুর
ব্যর্থ কবির মৃত হৃদয়ে ছবি এঁকে হারিয়ে যাবে অনেক অনেক দূর...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।