আমাদের কথা খুঁজে নিন

   

এই সব দিনরাত্রি

স্বপ্নাহত চিল ... মেঘের ভাজে খুঁজে বেড়ায়... তোমার আমার মিল...

আমাদের এই পথচলায় কতটুকু প্রাপ্তি কতটুকু না পাওয়া- হিসেব মেলানো যায় না তার কোনো কিছুর। বেহিসেবী জীবন কতটুকুই আর স্মরণ রাখবে? এই তো অনেক ! তবু কেন জানি, সারা দিন শেষে, গভীর রাতে প্রশ্নটি বারবার উঁকি দিয়ে যায় মনে। একটিই প্রশ্ন- আর কতটুকু পাব? অজস্র প্রাপ্তি আমার- তবু কেন মনে জাগে না পাওয়ার বেদনা। স্মৃতিময় যে অতীত, বর্ণালী যে বর্তমান, তার চেয়ে কতটুকু বেশি দামী অজানা ভবিষ্যত? কতটুকু নিশ্চিত প্রাপ্তি সেখানে? এমনতো হতেই পারে- সেখানে থাকবে শুধুই অপেক্ষার প্রহর আরো বেশি গাঢ় হবে- না পাওয়ার বেদনা। আমাদের অতীত হয়তো হবে না ইতিহাসের অংশ, আমাদের বর্তমান হবে না অবিনশ্বর, থাকবে না কোনোরকম ভবিষ্যতের বালাই। কিন্তু নিশ্চিত জেনে রেখো- মহাকালের পথে তবুও ছাপ রেখে যাবে আমাদের এই সব দিনরাত্রি। বিঃদ্রঃ লেখাটি প্রথম প্রকাশিত হয়েছিলো ২০০৯ সালে জয়ধ্বনি'র একুশের বিশেষ সংকলনে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।