বৈঠার আঘাতে তারা হয়েছে শহীদ
কোথা গেলে ভাই আমার, প্রিয় মুজাহিদ ?
শিপন মাছুম বলো কোথায় গেল ?
প্রিয় ভাই ফয়সাল কোথা হারালো ?
কোথা হারালে বলো রফিক, সাবের ?
রাজপথ ভিজে ছিল রক্তে যাদের।
শাহজাহান, আব্বাস, রুহুল আমিন
ফেরদাউসে তারা হয়েছে আসীন
স্বপ্নে বিভোর ছিল জাবিদের চোখ
জসীমের শাহাদাতে করো নাকো শোক,
শোককে শক্তি করে এগিয়ে যে যেতে হয়
হাবীবের রক্তে রাজপথ ভিজে যায়।
আরাফাতের রক্ত বৃথা যেতে পারেনা
প্রতিটি রক্ত কণা বিজয়ের প্রেরণা।
তোমরা তাদের কভু বলো না মৃত
আল্লাহ বলেছেন কারা জীবিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।