আমাদের কথা খুঁজে নিন

   

Need For Extreme 3D বাঁচতে হলে খেলতে হবে

monna091@yahoo.com

গেম খেলে না এমন মানুষ এখন খুবই কম পাওয়া যাবে। মজার গেম হলে তো কথাই নেই। রাত পেরিয়ে কখন যে সকাল হলো তার খবর থাকে না। গেম খেলতে ছোট বড় সবাই পছন্দ করে, কারন একদিক দিয়ে সময় কাটানো অন্য দিকে মজা। তাই তো নির্মাতারা বসে নেই।

প্রতিদিনই তৈরী করছেন নতুন নতুন গেম। গেম আমিও খুব পছন্দ করি। যখনি সময় পাই পড়ে থাকি গেম নিয়ে। আর খুঁজতে থাকি নতুন নতুন গেম। যাই হোক আসল কথা বলি, Need For Extreme 3D এটি একটি Car Race গেম।

যে কোন পিসিতেই এই গেমটি খেলতে পারেন। অসাধারণ এই গেমটি না খেলে বুঝার উপাই নাই যে এতো মজার গেমটি। আপনাকে সবাই কে পিছিয়ে ফেলে সামনে যেতে হবে। রাস্তায় ফেলে রাখা গ্রেনেড, বোমা, মিসাইল এইসব আপনার পাওয়ার। সাথে আছে অন্য গাড়ীর আক্রমণ।

অন্যকে ও আক্রমণ করতে হবে। এই সব কিছু নিয়েই আপনাকে সবার আগে যেতে হবে। এই গেম এর প্রত্যেকটা ধাপই অনেক মজার। আপনারা যারা death race ছবিটি দেখেছেন তাদের জন‌্য গেমসটি খেলা খুবি সহজ হবে। গেমটি ডাউনলোড করুন এই লিংক থেকে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।