আমাদের কথা খুঁজে নিন

   

সেই মেয়েটির জন্য (রিপোস্ট)

‍প্রেম নয় কবির অন্বিষ্ট হলো বিরহ । / কিন্তু বিরহ দুর্লভ বড়, প্রেমের ওপারে থাকে সে । / তাই কবিকেও প্রেমে পড়তে হয়,/ অবশ্য তা প্রেমের জন্য নয়-/ একদিন বিরহকে কাছে পাবে বলে । ...নির্মলেন্দু গুণ ।

আমার এই জীবনে এই যৌবনে বহু রমণীকেই মনে ধরেছে ভালোবাসতে ইচ্ছে জেগেছে কিন্তু কাউকেই চূড়ান্তভাবে ভালোবাসতে পারিনি ।

কারো চোখ, বুক, কারো মুখ দেখে মনে হয়েছে এ তো সেই চোখ, সেই মুখ । কারো ঠোঁট, কারো হাসি দেখে মনে হয়েছে এ তো সেই ঠোঁট, সেই হাসি । কারো কেশ, কারো বেশ দেখে মনে হয়েছে এ তো সেই কেশ, সেই বেশ । কারো কাজ, কারো আওয়াজ শুনে মনে হয়েছে এ তো সেই মেয়ে ! যাদের কেউ কেউ আমার হৃদয় ছুঁয়ে গেছে তবু কাউকেই হৃদয়ে গাঁথতে পারিনি যেমন করে গেঁথে আছে সে ! আমার এই জীবনের যতো ভালোলাগা, ভালোবাসা যতো প্রেম এবং বিরহ সবই সেই মেয়েটির জন্য যাকে ভালোবেসে শুধু ভালোবেসে আমি ধন্য । ( ১২ নভেম্বর ২০০৯ বঙ্গবন্ধু হল, জাবি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।