আমাদের কথা খুঁজে নিন

   

বুক পকেটে চিরকুট

সত্যি বলছি আমি সত্যি বলছিনা...

ইদানিং সুখ পেতে গেলেও ভয় লাগে, এই না বুঝি সব ছিনতাই হয়ে যাবে ভাবনার কিংবা অলস কুদৃষ্টির উপস্থিত নির্লজ্জতায় আড়াল করে রাখা সুখানুভব। ইদানিং ভয় লাগাকেও ভয় লাগে ! এই না বুঝি বনসাই হয়ে যাবে দীর্ঘ প্রতিক্ষীত বৃদ্ধ ঋষি গাছটি ! বেমানান কাটাকুটি উল্কি হয়ে বাজুতে হবে বন্ধ, অন্ধ সেজে স্নান করবে দেয়ালঘেরা ঝরনায় অন্যায়, রীতিমতো অন্যায়! ইদানিং পাওয়া অনেক কিছুর, হাওয়া হয়ে যাওয়াও ভয় লাগে ! পরনের সস্তা সেন্ডেল থেকে শুরু করে কাপড় কাঁচার পর বেঁচে থাকা সারভাইবাল অব দা ফিটেষ্ট কুটকুট চারকোনা সাদা কাগজের অনুভব, পর্যন্ত ! এই যে নাভিশ্বাস স্বপ্ন, তা' হয়ে উঠতেও আয়োজন করতে হয় আদ্যপ্রান্ত ঘুম। কিংবা আলসে হাই তুলতেও লাগে সমকালীন পয়সা । অবাক হই, এটিএম বুথের হা করা জিহ্বায় ইদানিং হাত পাততেও ভিষণ ভয় লাগে অথচ কত অবলীলায় না হাত পেতেছি, খুঁজেছি মোক্ষম বীজমন্ত্র অক্সিজেনের । আজ পাঁজরের নাগরদোলায় বসবে মন-অপ্সরা দুলবে আর পড়বে ভয়ে ভয়ে অতিষ্ঠ ধুসর প্রেমের ভাঁজ, তোমার-আমার মুখ বুক পকেটে চিরকুট... নিশীথ সূর্য রাত ০৪.১৩ মিনিট (২৭.০৯.১০)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।