আমাদের কথা খুঁজে নিন

   

২৭ অক্টোবর কাশ্মির যুদ্ধ শুরু হয়েছিল

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

১৯৪৭ সালের ২৭ অক্টোবর কাশ্মিরের সার্বভৌমত্ব অধিকার করার জন্যে ভারত আর পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে । কাশ্মিরের জনসংখ্যা ৫০ লক্ষ,এদের মধ্যে মুসলমান ধর্মাবলম্বী৭১% আর হিন্দু ধর্মাবলম্বী ২০% । কাশ্মির দক্ষিণ এশিয়ার সবচেয়ে দক্ষিণপশ্চিমাঞ্চলে অবস্থিত, ভারত, পাকিস্তান, চীন আর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে ,রণনৈতিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ । ১৯৪৭ সালের ২৭ অক্টোবর কাশ্মিরের নেতা ভারতে যোগ দেয়ার কথা ঘোষণা করেন ।

একইদিন ভোরে ভারতের বাহিনী কাশ্মিরে পৌঁছে। ৩০ অক্টোবর পাকিস্তান সরকার একটি বিবৃতি প্রকাশ করে কাশ্মিরভারতে যোগ দেয়ার ঘোষণা প্রত্যাখ্যান করে । এ জন্যে ভারত আর পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে । ১৯৪৮ সালের বসন্তকালে দু'দেশের বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ ঘটে । সেই বছরের শেষ দিকে ভারত সরকার কাশ্মিরসমস্যা নিরাপত্তা পরিষদের কাছে দাখিল করে ।

১৯৪৯ সালের জানুয়ারী মাসে দু'পক্ষ যুদ্ধবিরতি চুক্তি স্বীকার করে । ২৯ জুলাই যুদ্ধবিরতি লাইন প্রণয়ন করে , ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের আয়তন গোটা কাশ্মিরের ৫ ভাগের ৩ ভাগ । এর জনসংখ্যা ৪০লক্ষ, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আয়তন গোটা কাশ্মিরের ৫ ভাগের ২ ভাগ । জনসংখ্যা প্রায় ১০ লক্ষ। ১৯৫৪ সালের ফেব্রুয়ারী মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সংবিধান প্রণয়ন সংসদ ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ভারতে যোগ দেয়ার অনুমতি দেয় , ১৯৬০ সাল পর্যন্ত ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ভারতের একটি রাজ্যে পরিণত হয় ।

১৯৫৩ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ভারত আর পাকিস্তান বহুবার বৈঠক করে, পাকিস্তান পক্ষ কাশ্মিরে গণভোট আয়োজন করা সমর্থন করে । ১৯৬৫ সালের এপ্রিল মাসে দু'দেশের মধ্যে আবার যুদ্ধ ঘটে , জুন মাসের শেষ দিকে বৃটেনের মধ্যস্থতায় দু'দেশের যুদ্ধ বন্ধ হয় । ৬ সেপ্টেম্বর ভারতের বাহিনী দু'দেশের সীমান্ত ছাড়িয়ে পাকিস্তানের ওপর ব্যাপক হামলা চালায় । পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান সারাদেশে জরুরী অবস্থা জারি করার কথা ঘোষণা করেন । ২০ সেপ্টেম্বর নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে দু'দেশের যুদ্ধবিরতির আহ্বান জানায় ।

২৩ তারিখে দু'পক্ষ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে । ১৯৬৬ সালের জানুয়ারী মাসে দু'পক্ষ "তাসখন্দ ঘোষণা" স্বাক্ষর করে শান্তিপূর্ণ পদ্ধতিতে কাশ্মির সমস্যা সমাধান করার কথা ঘোষণা করে । ১৯৭২ সালের জুলাই মাসে দু'পক্ষ "ভারত আর পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক চুক্তি"(সিমলা চুক্তি) স্বাক্ষর করে । ১৯৭৫ সালের ফেব্রুয়ারী মাসে ভারত সরকার ঘোষণা করে যে , ভারত নিয়ন্ত্রিত কাশ্মির অঞ্চল কাশ্মির রাজ্যে পরিণত হয় । মার্চ মাসে পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টো বলেন যে কাশ্মিরের জনগণের ইচ্ছা অনুযায়ী কাশ্মির সমস্যা সমাধান করা হবে ।

এ পর্যন্ত কাশ্মির সমস্যা সমাধান হয় নি । তথ্যসূত্র: China Radio International

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।