সজীব ওয়াজেদ জয় এই মুহূর্তে দেশে নেই। কিন্তু পূর্ব পুরুষদের নৃশংসভাবে খুন হওয়ায় এ দিনটিতে বিদেশ-বিভূঁইয়ে থাকা জয় ভুলতে পারছেন না তার প্রিয় রাসেল মামার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ পেজে দেওয়া এক পোস্টে পঁচাত্তরের ছোট্ট শিশু শেখ রাসেলের সঙ্গে খুনসুটি আর খেলার সময়গুলোর স্মৃতিচারণ করেছেন জয়।
ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেছেন, আজ আমি স্মরণ করি, আমার পরিবারের সদস্যদের, যাদের হত্যা করা হয়েছে, আমার নানা, নানী, মামারা এবং তাদের স্ত্রীদের। সবচেয়ে পুরনো স্মৃতি হলো, আমার রাসেল মামাকে জ্বালানোর স্মৃতিটি।
তিনি আমার চেয়ে অল্প কয়েক বছরের বড় ছিলেন এবং আমি তার খেলনা চুরি করে নিতাম এবং দৌড়ে নানীর আড়ালে লুকাতাম। তিনি আমার পিছু তাড়া করতেন এবং আমার নানী তাকে ধাতান দিতেন, যা তাকে কাঁদাত। আমি ছিলাম ৪ বছর বয়সী এবং তিনি ছিলেন ১০ বছরের।
একই পোস্টে বিরোধীদলীয় নেত্রীর ১৫ আগস্ট জন্মদিন পালনে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর ছেলে। জয় বলেন, ‘এটি সত্যিই দুঃখজনক যে, খালেদা জিয়া প্রতি বছর এই দিনে তার জন্মদিন পালন করতে পছন্দ করেন।
বিভিন্ন দাফতরিক নথিতে তার তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন জন্মদিন আছে, যার কোনোটিই ১৫ আগস্ট নয়। কি ধরনের ব্যক্তি এটি করতে পারেন?’
পোস্টের কমেন্টসে আবারও জয় শেখ রাসেলের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আজ আমার স্মৃতিতে আমার নানা-নানী, মামা এবং মামীরা যাদের অন্যায়ভাবে খুন করা হয়েছিল। আজ খুব মনে পড়ছে ছোট মামা রাসেলের কথা। তার সঙ্গে আমার ছিল চরম খুনসুটি।
বয়স কাছাকাছি হওয়ায় আমার সম্ভব-অসম্ভব সব রকমের অত্যাচার তিনি সহ্য করেছেন। জয়ের জন্ম মুক্তিযুদ্ধ চলাকালীন সময়। ১৯৭১ সালের ২৭ জুলাই জন্মগ্রহণ করেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।