তোমাকে ছাড়া বাচতে পারবো না.....
মাটির ব্যাংকটা ভাঙতেই কতগুলো পয়সা ছিটকে পড়ে । ঝন ঝন শব্দ তুলে সেগুলো একটা একটা করে গুনে বিজয়ের মা । পাশে বসা উৎসুক বিজয়- "মা হইব তো ?"
হাতের শেষ কয়েনটা গুনে নিয়ে মা আশ্বস্ত করে ,"হইব বাবা ,যাও সুজনরে ডাইকা আনো । "
লাফাতে লাফাতে ছুটে যায় বিজয় । খানিক পরেই সুজনের হাত ধরে টানতে টানতে নিয়া আসে ।
" শোন বাবা, অরে পছন্দ মতো জামা, প্যান্ট, 'সু' কিন্যা দিবা । এই নাও ট্যাকা । "
বাজারটা ঝলমল করছে । লোকের ভিড়ে হাঁটা খুব অসুবিধে । একটু ফাঁকা দেখে বিজয় জামার ভেতর থেকে ছোট্ট পুটলি বের করে ,"দেখ তো সুজন ভাই ,"এ ট্যাকা গুলান দিয়া মার একটা কাপড় হইব নাকি ।
"
'তুই ট্যাকা পাইছস কই ?'
"মা যে রকম আমার লাইগা জমাইছে , আমিও জমাইছি । হেই ঈদের থন । মায় মইদ্যে মইদ্যে ট্যাকা দিছিল । তুমিও তো দিছিলা ,এক ট্যাকাও খরচ করি নাই ।
জানো সুজন ভাই কাইল দেখছি মার কাপড়ডা ছেঁড়া ।
মায় কিন্তু জানেনা কইলাম । "
বিস্মিত সুজন কোলে তুলে নেয় বিজয়কে । 'চল খুইজা দেহি ,হইবই । '
অনেক ঘুরে ওরা একটা সবুজ শাড়ি ,বিজয়ের জন্য একটা জামা কিনে । বিজয়ের আর সু কেনা হয় না ।
রাতে মার গলা জড়িয়ে বিজয় আবদার করে মা কাইল কিন্তু সেমাই রাঁনতে হইব।
পোলাও রাঁনধবা । সেই কবেথুন তুমি চাইল রাইখা দিছ , ঈডের দিন রাঁনধবার লাইগা ।
'রান্ধুম তো' । একটা দীর্ঘশ্বাস ফেলে বিজয়ের মা ।
সেই কবে থেকে একটু একটু করে সেমাই, চিনি, চাল, মসলা জোগাড় করে রেখেছেন । ঈদের দিনে রান্নার জন্য । মোরগটাও বড় হয়ে গাছে ।
ওদিকে আনন্দে উৎফল্ল বিজয় । বারবার ওঁকে দেখে নতুন জামাটা বুকে চেপে ধরে বলে, ইস রাতটা এত বড় কেন ?
সাকালে মোরগটা জবাই করতে দেয় না বিজয় ।
কত যত্ন করেছে সে এতদিন । নাইবা খেল গোশত । শুধু পোলাওতেই চলবে তার ।
মাকে জোড় করে নতুন শাড়িটা পড়ায় । কি সুন্দর লাগছে মাকে ।
লাল জামা পরে মাকে সালাম করে । খুশিতে তার চোখ-মুখ উদ্বেলিত ।
ছেলের আনন্দে মার চোখে পানি এসে যায় । দই চোখে চিকচিক করে আনন্দের অশ্রু । উঠানে খঁদ খেতে খেতে মোরগটা ডেকে উঠে বকবক করে ।
বাতাসে খাবারের সুবাস ।
ওডের ছোট্ট ঘরটাতে এখন ঈদ লেগেছে । সত্যিকারের ঈদ । যে দিনটার জন্য একটা একটা করে পয়সা জমিয়ে একটি বছর ধরে অপেক্ষা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।