আমাদের কথা খুঁজে নিন

   

আজকের খবরের কপচাকপচি

সময়ের আর্বতে আমার আমি।

০১। আইন থাকা সত্বেও ভারতের কাছ থেকে ট্রানজিট ফি আদায় করা হচ্ছে না। কপচাকপচিঃ দাদারা দেখি সব কিছু ফ্রি ফ্রি পাচ্ছেন, দাদাদের কাছে আমার আকুল আবেদন, যে কুত্তার বাচ্চারা আপনাদের এই সুবিধা দিচ্ছেন, তাদেরকে আপনাদের দেশে নিয়ে গিয়ে কিছু ফেদা দিয়ে দেন, এতে এই সব কুত্তার বাচ্চা থেকে যা জন্ম নেবে, তারা আপনাদের পরবর্তী প্রজন্মকে সেবা দিতে পারবে। ০২. আজ শেরে বাংলা এ কে এম ফজলুল হকের জন্মদিন কপচাকপচিঃ শেরে বাংলা'র জন্ম কিংবা মৃত্যু স্বাধিন বাংলাদেশে হইনি, কিন্ত এইটা আমাদের দায়িত্ব না যে শেরে বাংলা'র পরিবর্তে বাংলার বাঘা নামে তাকে ডাকা? বাংলার বাঘা এ কে ফজলুল হক, শুনতে তো ভালই লাগে... আর শের তো উর্দু শব্দ, বাঘ'ও পাঞ্জাবি শব্দ। বাঘা হচ্ছে খাটি বাংলা শব্দ। ০৩. জন হাওয়ার্ড জুতা খেলেন কপচাকপচিঃ বুশ, ব্লেয়ার খাইছে অনেক আগেই, আজ হলো জন হাওয়ার্ডের। সিরিয়াল হিসাবে এইডাই হওনের কথা - হইলোও তাই... নাটের গুরু এই তিন শুকরের ছাও. আমার কথা অন্য - শুধু কি জুতা নিক্ষেপে কি এই রাগ পুর্ণ হয় !!! এই গুকরের ছানাদের পিছনের আরো কিছু শয়তানের বাচ্চা আছে, ওরা কি মাফ পাইয়া যাইবো? এই সব শুকরের বাচ্চাদের কি কখনও যুদ্ধাপরাধী হিসাবে ঘোষনা করা যাবে না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।