কিছু পেতে চাইলে কিছু ত্যাগ করতে হয়...জানিনা কতটা সত্যি...
হাস্নুহেনা আর কাঠালী চাঁপার সৌরভ
যদি কোন পাত্রে ধরতে পারতাম!
জোৎস্নার রূপালী আলোক বিন্যাস
যদি মুঠো ভরে ধরতে পারতাম!
বৃস্টির টুপুর-টাপুর ছন্দে
যদি নৃত্য করতে পারতাম!
সূর্যালোকে ছাই-ভষ্ম হয়ে ধূলোয় মিশে
ঝড় যদি হতে পারতাম!
তাহলে তোমায় বলতাম
দেখো আমি আছি
আমার সব বিলিয়ে দিতে
আমি আছি
আমার সব বিকিয়ে দিতে
আমি আছি।।
আমি আছি,
পুষ্প-সৌরভে, নেশায় মাতাল করতে
রূপালী আলোকে, শূন্যে ভাসিয়ে দিতে
ছন্দে, মেঘের বান ডেকে নিতে
ধূলোর মেঘে, দেশান্তরী করতে।।
আমি এখন থেকেও নেই
তুমি আর তোমাদের দৃস্টিতে
তাই,
একবার মানুষ হতে চাই
ভালবাসি তোমায় চিৎকার করে বলতে চাই
আমার এক মুঠো ভাল লাগা
তোমার আঁচলে গচ্ছিত রাখতে চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।