যাদের এখনো বিয়ে হয়নি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। তাদের শীঘ্র শীঘ্র বিয়ে হোক।
২৬শে অক্টোবর, ১৯৬৯ সাল। আমার বিয়ে হয়। বনানী মামার বাসায়।
তখন ঢাকায় আব্বা-আম্মা থাকেন না। আমি হোস্টেলে। বি এ সাবসিডিয়ারী পরীক্ষা দিয়েছি, রেজাল্ট বের হয়নি। বিয়ের কার্ডটি হাতে লিখে ছাপা হয়েছিল। ছাই রংগা কাগজে খুবই সুন্দর করে লাল রং এ এমবোসড করে লিখেছিলেন আমার স্হপতি বড়ভাই।
কার্ড দেখে আমি অবাক। সবার এত সুন্দর সুন্দর কার্ড হয়, আমার..। যাক, বিয়ে নিয়েই কিছু বলার নেই আবার কার্ড। বড়রা যা করেন তা' মেনে নিতে হয়। গহনা দেখে আমার কিন্চিৎ দুঃখই লাগলো।
এমন ছোট কানের দুল সমেত সাদামাটা ডিজাইনের লাল সাদা পাথর বসানো গহনা! কি বলবো! বড়বোনের পছন্দ। স্বর্নের ভরি ১৬৪/- পরে কমে ১৩৬/- হয়েছিল। বিয়ের বেনারসি তাও কম পছন্দ, কারন ওতে রূপালী কাজ। একই শাড়ী সোনালী কাজেরটা পছন্দ করা হয়েছিল আর এক মামার বিয়ের জন্য। তার বিয়ে হয় ২০ নভেম্বর।
আমার জন্য দেনমোহর ২০,০০০/- তার মধ্যে উসুল ৫,০০০/ সেই দেনমোহর পেয়েছি ১৯৯৪ সালে। বিয়ের পর পড়ালেখা ছাড়তে পারি নাই। তাই এখনো এসে পড়ি, যা মনে হয় লিখি। যাক, দোয়া কইরেন সবাই আমগো জন্য...........। নেন, সন্দেশ খান।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।