আমাদের কথা খুঁজে নিন

   

ইভ টিজিং প্রতিরোধের সংগ্রামে তিনি সবার অনুপ্রেরণা

মুক্তচিন্তার পথিক

দীর্ঘ ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে পরপারে চলে গেলেন নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমান (৩৬) (ইন্নালিল্লাহি.....রাজিউন)। ইভ টিজিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে বখাটেদের টার্গেটে পরিণত হন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ১১ দিন তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। স্মর্তব্য, কলেজছাত্রীদের ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় কারণে এই কলেজ শিক্ষক বখাটেদের জিঘাংসার শিকার হন।

গত ১২ অক্টোরর দুপুরে দুই বখাটে প্রকাশ্যে মিজানুর রহমানের ওপর হামলা চালায়। বখাটেরা প্রথমে মোটরসাইকেল দিয়ে এই কলেজ শিক্ষককে ধাক্কা দেয়। তিনি মাটিতে পড়ে গেলে বখাটেরা রড দিয়ে তার মাথা, বুক ও চোখে আঘাত করে। স্থানীয় লোকজন মিজানুর রহমানকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

নাটোরের বাগাতিপাড়া থানার পুলিশ এ হামলার পরও দৃশ্যত নির্বিকার ভূমিকা পালন করে। পরবর্তীতে সারাদেশে তোলপাড় শুরু হলে দুই হামলাকারীর একজনকে গ্রেফতার করা হলেও অন্যজন থাকে ধরাছোঁয়ার বাইরে। ইভ টিজিংকারীদের দ্বারা গুরুতর আহত মিজানুর রহমানের মৃত্যু সংবাদে সারাদেশে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বাগাতিপাড়ায় গত ক'দিন ধরে ঘরে ঘরে উড়ছে কালো পতাকা। একজন দায়িত্বশীল শিক্ষক সন্তানসম ছাত্রীকে ইভ টিজিং থেকে রক্ষা করতে গিয়ে যেভাবে জীবন দিয়েছেন তা অবশ্যই শোকাহত হওয়ারই বিষয়।

ইভ টিজিংয়ের চিরঅবসানে এ শোককে শক্তিতে পরিণত করতে হবে। শুধু বাগাতিপাড়া নয়, সারাদেশের ইভ টিজিংকারীদের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে। আমরা মনে করি, ইভ টিজিংয়ের বাড়াবাড়ির জন্য পুলিশ ও সমাজ নেতাদের দায়িত্বহীনতা অনেকাংশে দায়ী। যে কারণে যেখানেই ইভ টিজিং ঘটবে সেখানকার পুলিশ প্রশাসনকে দায়বদ্ধতার মধ্যে আনতে হবে। স্থানীয় সরকারের সদস্যদের এ ব্যাপারে জবাবদিহিতার মধ্যে আনার কথা ভাবা যেতে পারে।

আমাদের বিশ্বাস, এ দুটি ক্ষেত্রে দায়বদ্ধতা সৃষ্টি করা সম্ভব হলে ইভ টিজিং বন্ধে প্রায় শতভাগ সাফল্য নিশ্চিত হবে। আমরা কলেজ শিক্ষক মিজানুর রহমানের প্রতি আমাদের শেষ শ্রদ্ধা জানাই। ইভ টিজিং প্রতিরোধের সংগ্রামে তিনি সবার অনুপ্রেরণা হয়ে থাকবেন এমন কামনাই করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।