পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
১) মহান স্মৃতি সৌধ। নবিনগর।
২) নয়ার হাট ব্রিজ থেকে নেয়া ছবি।
৩) ঢাকা আরিচা মহা সড়ক।
স্থান বাথুলি।
৪) কালিগংগা নদি।
৫) খেয়া পাড়াপার। ধামরাই থানার সাটুরিয়া এলাকা।
৬) পলোয়েল মার্কেটের সামনে থেকে তুলা বিকেলের ছবি।
ঢাকা।
৭) বসুন্ধরা শপিংমল।
৮) ধামরাই থানার আটিগ্রাম যাওয়ার পথে মৈশালোয়া বাজারে বৃষ্টিতে কিছু সময়ের জন্য এক দোকানে অপেক্ষা।
৯) গ্রামে খালার বাড়িতে ইফতারের প্রস্তুতি।
১০) নানার বাড়ি।
১১) নানার বাড়ির উঠানের মসজীদ।
১২) আমার ঘরের জানালা থেকে তুলা বৃষ্টির দৃশ্য।
১৩) আমার নাতি।
১৪) সি এন জি পারাপার। কালিগংগা নাদি।
১৫) আমার দাদার বাড়ীর মসজীদ ও পারিবারিক কবরস্থান।
১৬) আমার জানালা থেকে তুলা ছবি।
১৭) আমার ছোট ভাই। ক্লাস সিক্স।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।