ভালো লাগে নীল আকাশ,পূর্ণিমার চাঁদ । ভালো লাগে বন্ধু আর বন্ধুত্বের হাত ।।
আজো কি আছে সেই বকুল তলা?
যেখানে আলাপ হতো দুজনের খোলামেলা।
কলেজের ধারে পুকুর পাড়ে
বকুল গাছের ছায়া
সেই ছায়াতে বসে দেখতাম
তোমার মুখের মায়া।
রক্তে রাঙ্গা সূর্য যখন
রাঙ্গাতো তোমার মুখ,
পদ্ম ফুলের মতো লাগতো
তোমার ঐ দুটো চোখ।
বাঁকা ঠোঁটের হাসি দেখে
ভরে যেত মন,
তন্ময় হয়ে দুজন মিলে
ভাবতাম কতক্ষণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।