আমাদের কথা খুঁজে নিন

   

টনি ব্লেয়ারের শ্যালিকার ইসলাম ধর্ম গ্রহণ



ইসলাম ধর্মের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ধর্মান্তরিত হয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকা লরেন বুথ। লরেন ছয় সপ্তাহ আগে ইরানের কোম নগর সফরের সময় ইসলাম ধর্ম সম্পর্কে আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করেন। এরপর তিনি ব্রিটেনে ফিরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ও হিজাব পরিধান করেন। লরেন বুথ ইংরেজি ভাষার ইরানের সংবাদ চ্যানেল প্রেস টিভির সাংবাদিক ।

দ্য মেইল সংবাদপত্রকে ৪৩ বছর বয়সী লরেন বুথ জানান, তিনি মদ ও শূকরের মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। ভবিষ্যতে তিনি বোরকা পরিধানের বিষয়টিও বাতিল করে দেননি। লরেন বলেন, ‘আমি ইরানের একটি মাজারে গিয়েছিলাম। মাজারে আমি বসে পড়লাম এবং আধ্যাত্মিক দ্যুতি অনুভব করলাম, যা কেবল চূড়ান্তভাবেই মঙ্গল ও আনন্দের সৃষ্টি করে। ’ লন্ডনে গত শনিবার গ্লোবাল পিস অ্যান্ড ইউনিটির অনুষ্ঠানে লরেন বুথ বলেন, ‘আমি তোমাদের যা বলতে চাই তা হলো, আমি লরেন বুথ এবং আমি একজন মুসলমান।

’ তিনি আরও বলেন, ‘আমি এই সম্প্রদায়ের একজন সদস্য হতে পেরে গর্বিত। ’ মধ্যপ্রাচ্য শান্তিদূত তাঁর ভগ্নিপতি টনি ব্লেয়ারের ইসরাইল সম্পর্কে ভূমিকা ও যুক্তরাষ্ট্রের প্রতি পক্ষপাতমূলক আচরণের সমালোচনা করেন লরেন বুথ। —বাসস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।