আমাদের কথা খুঁজে নিন

   

খপরের খপর (ফান পুস্ট)

আমি বিলাত থাকি, কামলা খাটি

হাজার হাজার চ্যানেলে দুইন্ন্যার আকাশ ফর্দাফাই। বাংলা চ্যানেলও বেশুমার। নাটুক আর অ্যাড দিয়া তো সারাদিন চলেনা। হের লাইগ্যা খপর দেখায়। সবটি একই খপর।

খালি ঘুরাই-ফিরাই দেখায়। কুনু তফাৎ নাই তয় খপর যদি নিচের লাহান হয় বিয়াফক বিনুদন লাগবো: আস-সালামুআলাইকুম। সবাইকে শুভেচ্ছা শুরু করতে যাচ্ছি ভাত খবর। কারণ যে খবর এখন বলবো তা আপনারা হয়ত দেখে ফেলেছেন না হয় পত্রিকায় পড়ে ফেলেছেন। প্রথমেই দেশের সংবাদ, শিক্ষামন্ত্রী গতকাল শিক্ষা সংক্রান্ত এক চুক্তিপত্রে টিপসই দিয়ে বলেছেন আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু কিছু নিরক্ষর দেশকে পিছিয়ে দিচ্ছে।

রেলমন্ত্রী এক ভাষণে বলেছেন, এবার থেকে রেল দূর্ঘটনায় নিহতদের দুই লক্ষ টাকা করে দেয়া হবে। উনার বিশ্বাস আগামীতে অনেকেই এই প্রকল্পের আওতায় আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দূনীতির বিরুদ্বে সরকার কঠোর অবস্হান নিতে যাচ্ছেন। এই অবস্হান এতই কঠোর যে নড়ানো মুশকিল তবে যদি নড়াতে পারেন কঠোর অবশ্যই। টেলিভিশনের নাট্য র্নিমাতারা সরকারের কাছে এক আবেদনে বলেছেন, আগামীতে সংসদ অধিবেশনে তাদেরকে সেখানে শুটিং করার অনুমতি দেয়া হোক।

এতে কলহ বা ঝগড়ার দৃশ্যর বানানোর খরচ কমে যাবে। এতে প্রচুর দেশীয় মুদ্রার সাশ্রয় হবে। এবারে আর্ন্তজাতিক, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ জারদারী জানিয়েছেন তারা পরমাণু বোমা বানানো বন্ধ করবেন না। যদি বিদেশে না ফাটাতে পারেন তাহলে নিজের ঘরে ফাটাবেন। এবারে খেলার খবর, কমনওয়েলথ পরিচালনা কমিটি বাংলাদেশকে একটি প্রসংশাপত্র দিয়েছেন।

তাতে লেখা আছে, বাংলাদেশের খেলোড়ারগন উৎসাহের সাথে সব খেলায় অংশগ্রহন করেছেন এবং অন্যদের জেতার সুযোগ করে দিয়েছেন। চারদেশীয় আন্তঃ টেনিস খেলায় বাংলাদেশ ৪র্থ হয়েছে। কিন্তু গতবছর বাংলাদেশ ৩য় অবস্হানে ছিলো। কারণ গতবছর ৩টি দল অংশগ্রহন করেছিলো। আন্তঃদেশীয় কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ জিতেছে।

এক্ষেত্রে একে অপরের পা টেনে ধরার বাংলাদেশী অভিগ্গ্তা কাজ দিয়েছে। সবশেষে আবহাওয়া, স্যাটেলাইট থেকে পাওয়া টাটকা চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে, আগামীকাল সূর্যোদয়ের পর চারিদিকে রোদ্দুর ছড়িয়ে পড়ার সন্ভাবনা দেখা যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে সন্ধ্যার পর তা আর থাকবে না। আগামীকাল ঠান্ডা অথবা গরম হাওয়া বইতে পারে আবার নাও বইতে পারে। বৈদুতিক গলোযোগের কারণে স্যাটেলাইট থেকে টাটকা তাপমাত্রার খবর আমরা সংগ্রহ করতে পারি নাই বলে দূঃখিত।

দয়া করে গতকালকেরটা দিয়ে কাজ চালিয়ে নিবেন। খবর এইখানে শেষ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.