আমাদের কথা খুঁজে নিন

   

আজ সে ব্যার্থ - আমার কবিতা



আজ সে ব্যার্থঃ- আজ শোক লাগে তীরের ফলার মত যেন বুকে বিধে কিছু। ধর্ষিতা কিশোরী,লাঞ্ছিত জনপ্রাণ পত্রিকায় দেখি যখন মৃত্যু ছাড়েনি তাদের পিছু। । অসহায় লাগে,অসহায় চিৎকার করতে ইচ্ছে করে কিছুটা পাগলের মত। কিন্তু করি না, কেন? হয়ত ভয় পাই অদৃশ্য কাউকে অথবা লজ্জা পাই পাগলামি ভেবে।

আবার সেই আমি, আফসোস করি,আফসোস। বলি, আহা! কি সুন্দর মেয়েটা শান্ত,লক্ষ্যি মায়া মায়া। । শুধু দেখি আর দেখতে থাকি কতগুলো সমাজসেবীদের চিৎকার ছুটাছুটি। কতক দিন পর সব স্বাভাবিক মনে করে না কেমন আছে ওপারের মানুষটি।

যে কিনা, হতে চেয়েছিল মানুষ। কিন্তু কতগুলো মা-নুষের জন্য আজ সে ব্যার্থ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।