ভুল রাস্তার মোড়ে
সরসিজ আলীম
জিভ ঝুলে পড়েছে পায়ের উপর,
ঝাঁক ঝাঁক মাছি ঢুকে পড়ছে মুখের ভেতর,
মাছিদের পিছে ঝাঁকে ঝাঁকে কাক ঢুকে পড়ছে
পেটের ভেতর।
হলুদ বাতির তলে ঝুলে পড়া জিভ এসে দাঁড়ালো,
পেটের ভেতর থেকে উগরে আসে মৃত মাছি মৃত কাক,
জিভ গড়িয়ে পায়ের উপর স্তূপ গ’ড়ে ওঠে।
মৃত মাছি মৃত কাকের স্তূপ হতে বের হ’য়ে আসে
দলে দলে রঙচঙ করা মেয়ে,
হলুদ বাতি আড়াল ক’রে দাঁড়ানো
সারি সারি গাছেদের তলে আঁধারে গিয়ে দাঁড়ায়।
আঁধারে রটে যায় গোপন খবর,
গোপন খবরগুলো রৌদ্রের তলে গিয়ে দাঁড়ায়;
চৈত্র দিনের রৌদ্রের তলে ফেটে যাচ্ছে বৃক্ষ,
দু’ভাগ হ’য়ে যাচ্ছো তুমি মেয়ে, যে তুমি
বৃক্ষ হ’য়ে দাঁড়িয়ে আছো কোটি বছরের পার।
যে তুমি পায়ে পায়ে ফোঁসকা নিয়ে পেরিয়ে যাচ্ছো
পিছল সড়ক,
মূত্রথলিতে ক্ষত নিয়ে যে তুমি হাসি মুখে
সারাদেহের বৃক্ষের বাকল খুলে দাঁড়িয়ে যাচ্ছো
ক্যামেরার সামনে, সাগরের বুকে ভেসে বেড়ানো চাঁদ,
আর সারাদেহে দৌড়ে বেড়ানো হৈহৈ বাতাসের
চিত্রকল্প রচিত হয় একাকী গোপন প্রাণে।
গোপন প্রাণের কাব্য থৈথৈ করে তোমার
ক্যামেরাবন্দি দৃশ্যের ভেতর।
যে তুমি তুমুল তন্ত্রিতে জাগিয়ে যাচ্ছো উৎসব,
আর উপভোগগুলো উঠে যাচ্ছে খুব উপরে।
মৃত মাছি মৃত কাকেদের ঝাঁক থেকে উঠে এসে
মোড়ে মোড়ে বিলবোর্ড হ’য়ে ঝুলছো তুমি মেয়ে,
তোমাকে ভালোবাসার দিব্যি দিয়েছে কে?
কেনো বারবার ভুল রাস্তায় গিয়ে দাঁড়াও!
২৩.১০.২০১০, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।