আমাদের কথা খুঁজে নিন

   

আজ স্প‌্যানিশলীগে দুই জায়ান্ট বার্সা ও রিয়াল এগিয়ে যাওয়ার লড়াইয়ে মাঠে নামছে।পুরোটা দেখুন....

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা আজ মুখোমুখি হচ্ছে রিয়াল জারাগোজার বিরূদ্ধে। রিয়াল জারাগোজার নিজেদের মাঠ বলে বার্সার একটু সমস্য হতে পারে। তবে বার্সার কোচ পেপ গার্ডিপওয়ালা এটাকে কোন সমস্য মনে করছেন না। কারন বার্সা গত টানা তিনটি ম্যাচ প্রতিপক্ষের মাঠে অপরাজিত। এই কারণে বার্সেলোনা প্রতিপক্ষের মাঠে টানা চতুর্থ খেলায় জয়ী হতে চাইছে।

যদিও দলটির বিশ্বকাপ তারকা ডেভিড ভিয়া কঠিন সময় পার করছেন। চলতি মৌসুমে লিগের খেলায় এখন পর্যন্ত কেবল দুটি গোল করতে সক্ষম হয়েছেন ভ্যালেন্সিয়া থেকে চার কোটি ইউরোতে বার্সেলোনায় যোগ দেয়া স্ট্রাইকারটি। বার্সা অধিনায়ক কার্লোস পুয়োল এ ব্যাপারে বলেন-গোল বের করার দায়িত্ব তো সবার এবং আমরা সবাইকে এ জন্য উদ্যোগী হতে হবে। ভিয়ার ব্যাপারটি নিয়ে আমরা ভাবছি না। কারণ সে হলো বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন এবং তার ব্যাপারে আমাদের কোন সংশয় নেই।

অন্যদিকে বিশ্বের সেরা তারকা স্ট্রাইকার লিওনেল মেসি আছেন দারুন ফর্মে। কেননা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় বুধবার নিজের মাঠে এফসি কোপেনহেগেনকে ২-০ গোলে হারিয়ে ছিলো তার ম্যাজিকে। খেলায় দুই গোলই আসে তার পা থেকে। আর্জেন্টাইন এই স্ট্রাইকারটি এখন প্রতিপক্ষের হুমকি দাঁড়িয়েছে। শুধু ভিয়া আর মেসি না ক্যাটালানদের আরো আছে অধিনায়ক কার্লোস পুয়োল, জাবি, পিকে, মাসচেরানো ও ইনিয়েস্তাদের মত মাঠ কাঁপানো তারকার।

আজকে যদি বার্সা জিতে আর রিয়াল হারে অথবা ড্র করে তাহলে বার্সেলোনা চলে যাবে স্প‌্যানিশলীগের শীর্ষে। কারন বার্সা আর রিয়ালের পয়েন্ট ব্যবধান এখন ১ এ। অন্যদিকে ১ পয়েন্ট বেশি নিয়ে রিয়াল মাদ্রিদ আজ তারা নিজ মাঠ সান্টিয়াগো বার্নাবুতে রেসিং স্যানট্যানডেরের মোকাবেলা করবে। তাদের তারকা এদিকে তাদের প্লেয়ারেরাও দারুন ফর্মে আছে। এখন দেখা যাক মেসি, রোনালদো, হিগুয়েন, ভিয়াদের লড়াই কেমন হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।