আমাদের কথা খুঁজে নিন

   

.......... একাকি বৃক্ষপাখি সুরে সুরে গানে গানে, দূর পাহাড়ের ওপার হতে দুঃখদের ডেকে আনে ..........

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

ফেনায়িত বাতাসের বুকে ভর করে আসা অভিশাপের বিভৎস কান্নার রোলধ্বনিতে মৃত কুয়াশার বিন্দু বিন্দু মিথ্যে প্লাবনের সুর। কংকালসার অশ্রুপাখি রোমাঞ্চকর স্মৃতির ফাগুনে রক্তডানায় উড়ে যায় পুরাতন যুদ্ধ ব্যথার দেশে। জগতের দুঃখ-সেতারে ঘুমন্ত সুরেলা পাখিরা কলরব তোলে নতুন জীবনের প্রত্যাশায়। নিঃশ্বেষিত আঁধারে ঝলসে যায় চন্দ্রালোকের শেষ কয়েক ফোটা জলপাথর। জীবন-নৌকার স্নিগ্ধ শরীরে ঘুন পোকার অবিরাম বিচরণে ধ্বংসের নোনা রক্তবৃষ্টির আগমন। মৃত মনাঞ্চলে যন্ত্রণার লাল-হলুদ আর্তনাদে বিষাদ কান্নার চাষ। অচেনা মোমবাতির প্রলেপে ঢাকা প্রেমিকার শরীরে অসহ্য ভাষাদের উৎপাত! মরে যাওয়া ভালোবাসারা অদৃশ্য চোখে চেয়ে চেয়ে দেখে আর মিটিমিটি হেসে হেসে কয়, ভালোবাসা ভালো নয়!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।