আমাদের কথা খুঁজে নিন

   

এক ফোটা জল ... ...



এক ফোটা জল , তোমার চোখে চাই না , এক পৃথিবী আলো থাকুক , তোমার পাশে , এক নদী ঢেউ দিলাম তোমায় আমি , এক ছোট ভুলের , কালো মেঘ আকাশে , এক রাতের আধার নিভিয়ে দিয়ে, এক দখিন হওয়ার পরশ নিয়ে , এক সুরে তোমায় হয়ত হয়নি বাধা , এক ছোট ভুলে তুমি গেলে অচিন দেশে , এক কবির কবিতার উপমা ছিলে , এক ছবির মাঝে নিল বেদনা হলে , বেদনা তোমায় ছোবে চাইনা আমি , এক ছোট ভুলে তাই হলো অবশেষে || তবু জেনে নাও তুমি , এক নিশ্বাসে , এখনো এক মানুষ তোমায় ভালবাসে ||

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।