এইটা আমার ব্লগ।
গ্রামিন ফোন এর একটা এড দেখলাম। এডটার উদ্দেশ্য ওয়েলকাম টিউনরে প্রমোট করা।
কিন্তু, করতে গিয়া দেখাইলো একটা ছেলে একটা সুন্দর মেয়েরে ভালবাসার কথা বলতে গিয়ে ভুল করে বলে বলতে ফেলছে একটা মোটা মেয়েকে, এবং সেইটা বড়ই অসম্মানের ব্যাপার মনে হইতাছে ছেলেটার জন্যে।
দেশের শীর্ষ স্থানীয় একটা টেলকো যারা শীর্ষ স্থানীয় এড ফারম দিয়ে এড বানায়, তাদের মাথায় এই রকম একটা গারবেজ, ডিস্ক্রিমিনিটারি এবং নিম্ন রুচির এড আইডিয়া আসতে পারে এবং সেইটা দিয়া তারা পয়সা খরছ করে এড বানায় টিভিতে দেখাইতে পারে এইটা না দেখলে বিশ্বাস করতে পারতাম না।
বিংশ শতকের প্রথম দশকে এসে আমরা যখন বলতাছি, আমরা আরও প্রগ্রেসিভ হইছি, মানুষের ট্রু ভ্যালুকে জাজ করতে শিখছি তখন এই ধরনের একটা এড আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়, আমরা কালচার শিকছি কিন্তু কালচারড হইনাই।
এবং দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান গুলোতেই আমরা ক্রিয়েটিভিটির দিকে আমরা একদম ভাঁড়ামো স্টেজ পার হইতে পারে নাই।
এবং সেক্সিজম,ডিক্রিমিনেশান আমরা রাষ্ট্রীয় ভাবে চর্চা করতাছি। আমরা এখনও দেখাই,মোটা মেয়ে মানে অসুন্দর। সে প্রপোজ করাটা লজ্জার এবং অস্মমানের ব্যাপার।
এবং আমাদের সবাইরে সুন্দর এর পুজারি হইতে হবে, সুন্দর বডির আরাধনা করতে হবে। সেক্সি হইতে হবে।
শেম গ্রামিন এবং শেম যে এড ফারম এই এডটা করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।