অনেকদিন হলো একটা সমস্যা আমাকে খুব সমস্যা করছে । সেটা হলো ঘুম । রাহে ঘুম আসেনা,,এই একটা সমস্যা তৈরি করছে আরো অনেক সমস্যা । নিয়মিত ক্লাস করতে পারছিনা, শরির খারাপ হয়ে যাচ্ছে,,চোখের নিতে কালো দাগ হযে যাচ্ছে, সকালের নাস্তা খাওয়া হচ্ছে না, গার্ল ফ্রেন্ড এর ঝারি শুনতে হচ্ছে,,মাঝে মাঝে বাড়ি থেকে ফোন করলে রিসিভ করতে পারছিনা, আরো বিবিধ সমস্যা, ,,,
আমি অনেক চেষ্টা করেছি;,,,বিভিন্ন ভাবে,,যেমন সারারাত না ঘুমিয়ে দিনে মাত্র ২ ঘন্টা ঘুমিযে রাত ১০ টায় ঘুমানোর চেষ্টা,,কিন্তু ব্যার্থ,,,এধরনের বেশ কিছু চেষ্টা করেছি,,,কিন্তু কোন ভালো ফল আসেনি,,,ঘুমের বড়ি খেয়েছি,,কিন্তু তাতে অন্য সমস্যা,,সকালে ঘুমালে যখন উঠি,,সন্ধ্যায ঘুমালেও একই সময় ঘুম ভাঙে,,জীবনটা ঝালমুড়ি হয়ে গ্যাছে,,,রাতে কোন কাজের কাজ করলেও মনকে শান্তনা দিতে পারি,,কিন্তু যতসব অকাজ নিয়ে ব্যাস্ত থাকি,,পড়াশোন করাটাও হয়না,,অবশ্য অনিদ্রা রোগটা আমার ৫ বছর,,,কিন্তু এখন যতটা সমস্যা হচ্ছে এতদিন উপলব্ধি করতে পারিনি,,,তাই হইতো প্রতিকারও হয়নি,,যাহোক যদি কেউ পোষ্ট টা পড়েন তবে সাজেষ্ট করলে ভালো লাগবে,,অন্তত এপ্লাই করে মনকে শান্তনা দিতে পারবো,,,,যাহোক এখন সকাল হয়ে গ্যাছে,,বাইরে যাবো,,একটা কলা,,একটা ব্রেড,,এক কাপ চা,,আর একটা টা,,,ব্যাস এস্ই ঘুম,,,দুপুর ২ টা,,,নামায পড়া মনে হয় হবে না,,তবে চেষ্টা করবো নামায পড়ার,,আপনারাও পরবেন,,,আর আমার জন্য দোয়া করবেন,,,শুভ সকাল,,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।