আমাদের কথা খুঁজে নিন

   

MS Outlook এক্সপার্টেরা শেয়ার করুন (টেকি ভাইয়েরা অনলি)

গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে)

অফিসে ইউজারদের ডিফল্ড মেইল ক্লায়েন্ট হলো MS Outlook 2007, আসলে Outlook Express এ অনেক সীমাবদ্ধতার জন্য সবাইকে ইউডোরা ইউজ করানোর চেষ্টায় ব্যার্থ হয়ে এই MS Outlook 2007 ডিফল্ড করে দিয়েছি। সবই ঠিকই ছিলো........কিন্তু সমস্যা হলো ডাটা ষ্টোরের ম্যাক্সিমাম সাইজ লিমিট, দেখলাম মাত্র ১.৯৯ গিগা মেইলবক্সের সাইজ হয়ে গেলেই সে বার বার মেসেজ দেখায়.....আর অনেকের ভুলে তার সব মেইল কমপ্যাক্ট হয়ে যায়। আর সেই .pst ফাইল যদি তার ম্যাক্সিমাম লিমিটে গেলে সেই ফাইলের এক্সজিটিং মেসেজগুলোও একসেসে করা বা দেখা যায়না। এই সমস্যা নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম মাক্রোসফটের এই সাইটে বিভিন্ন ফন্দিফিকির দেওয়া.......রেজিষ্ট্রি এডিট করে কিভাবে সেই ম্যাক্সিমাম লিমিট ২গিগা থেকে ২০গিগা করার যায়। কিন্তু সেটা করতে HKEY_CURRENT_USER\Software\Policies\Microsoft\Office\12.0\Outlook\PST এর ভ্যলু চেঞ্জকরতে বলা হয়েছে, যেখানে আমার এক্সপি সার্ভিস প্যাক২ এ সেই জিনিষ \PST)HKEY_CURRENT_USER\Software\Policies\Microsoft এর পরে Office ই নেই। আবার আরেকটি সাইটে দেখলাম..........ANSI to UNICODE কনভার্ট করে নিলে ম্যাক্সিমাম লিমিট বাড়ানো যায়, কিন্তু আমাদের এই ২০০৭ এ .pst ফাইলগুলো কিভাবে সরাসরি UNICODE এ তৈরী করা যায়.. তাহলে কিভাবে, নতুন একটা ডাটা ফাইল ক্রিয়েট করার সময়েতো এমুন কোন অপশন দেখিনা। এ ব্যাপারে অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি,

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।