আমি ধর্মভীরু - একাকী ঘরে থেকে প্রদীপের সল্তেটা বদলাই,
তোমায় একটি উপমা উপহার দেবার জন্যে,
হৃদয়াকাশ হতে পবিত্র এক বার্তা উপদেশ পেয়েছি।
তাই অনন্য এক শব্দের খোঁজে,
দিকবিদ্বিক হন্যে হয়ে ঘুরছি।
যেনোতেনো নয় প্রেমময় এক উপমা চাইই চাই,
মহাকাশ থেকে পাতাল হয়ে ভূগর্ভে,
সমুদ্রের অতল নিস্তব্ধ জলরাশিতে,
কোথায় যায়নি বলো এই দুরন্ত মনটা ?
তোমার মন ভরাবো এমন যা পেয়েছি,
সেগুলো আমারই মনঃপুত হয়নি।
কোথাও যাওয়ার যখন আর অবশিষ্ট নেই,
তখন আমি আবার শূণ্যহাতে-
একবুক বেপরোয়া দীর্ঘশ্বাস নিয়ে,
তোমাতেই ফিরে এলাম।
এসে - তোমার চারদিকে যে ঈশ্বরীক জ্যোতি দেখলাম,
মূহুর্তেই আমার চোখগুলো চিরতরে পলকহীন,
হৃদয়ে প্রচন্ড ঝাঁকুনি বারংবার,
কি বলবো তোমায় - মুখ থেকে একটা শব্দও উকিঁ দিচ্ছেনা।
আমি তখন ক্লান্ত এক যোদ্ধার বেশে উবু হয়ে বসে আছি,
তুমি কাছে এসে - শুধু একবার বুকের বাঁপাশটা ছুঁয়ে দিলে,
মূহুর্তেই একটা শব্দ উচ্চারণ করলাম ''হৃদয়েশ্বরী''।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।