জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ, মান্দায় তাফসির মাহফিল বন্ধ
রাজশাহী, ২১ অক্টোবর (শীর্ষ নিউজ ডটকম): জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের বানিসর দাখিল মাদ্রাসা মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন বন্ধ করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টা থেকে এ তাফসিরুল মাহফিল অনুষ্ঠানের কথা ছিলো। স্থানীয় আওয়ামী লীগ নেতার অভিযোগের প্রেক্ষিতে সকাল ১০টার দিকে পুলিশ ওই মাঠে গিয়ে প্যান্ডেল নির্মাণ বন্ধ করে দেয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ একেএম খালেকুজ্জামান শীর্ষ নিউজ ডটকমকে জানান, গত রাতে পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাফসিরুল মাহফিলের আয়োজন বন্ধ করে দেয়া হয়েছে। তিনি জানান, ওই তাফসিরুল কোরআন মাহফিলের নামে জঙ্গিদের নেপথ্য সম্পৃক্ততা থাকতে পারে এবং যুদ্ধাপরাধীদের বিচারে বিঘ্ন ঘটতে পারে এমন লিখিত অভিযোগের পর আয়োজন বন্ধ করা হয়েছে।
জানা গেছে, স্থানীয় বানিসর তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির ব্যানারে তিন দিনব্যাপী এ মাহফিলের আয়োজন করা হয়। সে অনুযায়ী পুরো এলাকা জুড়ে পোস্টার সাটানো হয়েছে। গত এক সপ্তাহ ধরে চলছে মাইকিং।
মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি তমিজ উদ্দিন জানান, প্রতিবছরই এখানে তাফসিরুল মাহফিল করা হয়। দূর-দূরান্তের ধর্মপ্রাণ মানুষ এখানে জড়ো হয়।
এ আয়োজনের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত না করেই ধর্মীয় এ অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। এতে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়েছে বলে তিনি জানান।
এটা কিশের আলামত?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।