আমাদের কথা খুঁজে নিন

   

খুন ও সমকামিতার অভিযোগে সৌদি প্রিন্সের যাবজ্জীবন

স্ববিরোধিতা আমার পছন্দ নয়। সর্বদা স্রোতর পক্ষে চলা আমার স্বভাব নয়। সব পুরাতন বাতিল নয়। চলার পথে সহযাত্র্রীরা সম্পদ। পরামর্শের মত সাহায্য নেই।

সব চাইতে অসহায় সেই ব্যক্তি যার কোন ভ্রাতৃ-প্রতিম বন্ধু নেই। কিন্তু আরো অসহায় সেই ব্যক্তি যে এহেন বন্ধু পেয়ে হারায়

২০ অক্টোবর (রেডিও তেহরান) : কাজের ছেলেকে বলাৎকার ও খুনের অভিযোগে সৌদি প্রিন্স সৌদ আব্দুল আজিজ বিন নাসের আল -সৌদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বৃটেনের একটি আদালত। প্রিন্স সৌদ আব্দুল আজিজ বিন নাসের আল-সৌদ হচ্ছেন বর্তমান বাদশাহ আবদুল্লাহর নাতি। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার একদিন পর এ রায় ঘোষণা করা হলো। রায় অনুযায়ী, প্রিন্স নাসেরকে ২০ বছর বৃটেনের কারাগারে থাকতে হবে।

গত বছরের ১৫ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে'র রাতে লন্ডনের হোটেল ল্যান্ড মার্ক-এ ওই হত্যার ঘটনা ঘটে। তবে প্রিন্স সৌদ, বন্দর আবদুল আজিজ নামের ওই কাজের ছেলের মৃত্যুর কথা স্বীকার করলেও তিনি তাকে হত্যা বলতে রাজি হননি। লন্ডনের ওল্ড বেইলি কোর্ট বা কেন্দ্রীয় ফৌজদারী আদালতে আজ এ মামলার রায় হয়। ১৫ ফেব্রুয়ারির রাতে হোটেল ল্যান্ড মার্কে প্রিন্স নাসেরের ৩২ বছর বয়সী কাজের ছেলে বন্দর আবদুল আজিজের লাশ পাওয়া যায়। পরে পুলিশ নিশ্চিত করে, আবদুল আজিজকে পিটিয়ে এবং শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।

তবে, এ ঘটনায় আদালত যৌন সংক্রান্ত আলামত পেয়েছে বলে কোন কোন বার্তা সংস্থা খবর দিয়েছে। আদালত বলেছে, এ হত্যাকাণ্ড ছিল প্রভু-চাকর সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ের লংঘন। এ ছাড়া, প্রায়ই মাঝেমধ্যে প্রিন্স নাসের তার কাজের ছেলে বা সহকারীদের ওপর হামলার ঘটনা ঘটিয়ে থাকেন বলে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছিল। এ দিকে, সৌদি প্রিন্সের সমকামিতার আলামত নষ্ট করতে চেয়েছিলেন তার আইনজীবী। কারণ তিনি দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে।

সৌদি আরবের আইন অনুযায়ী, সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড। # View this link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।