শুধু মাত্র জীবিত মানুষ মৃত্যুবরন করতে পারে ।
সবার জন্য বরাদ্ধ হোক অশ্রু ফোটা
সকালের শিউলি হয়ে ঝরে পড়ুক ,
নিশ্চিত নির্জীব শিয়োরে।
প্রতিটা ছিন্ন ভিন্ন অথবা অক্ষতো দেহ গুলোর
চাহিদা কেবল সৎকার নয়,
আরও কিছু সুহৃদ দীর্ঘশ্বাস্।
হয়তো দূর দেশে পরবাসে পরলোক গতো
কিন্তু দেশে তার স্নেহ ময় মা,
দুফোটা বিসর্জনের, খবর যেন পায়।
একদিন সবে, ভূলে যাবে সব জানি
তবু আজ ফোলুক দুফোটা অশ্রু
লক্ষ জনে নয় অন্ততো একজন।
নিজ মিতৃভূমি থেকে দূরে নিঃসংগ এক বোনকে উৎসর্গ করে....
::
কোন এক তুচ্ছ কারনে সিদ্ধান্ত নিয়ে ছিলাম সামুতে কোন কবিতা প্রকাশ করবোনা কখনোনা ...কিন্তু এই নিঃসংগ বোনটির সংবাদে আমার মনিটর ঝাপসা হয়ে উঠেছিলো । যে সাংবাদিক এই সংবাদ বলে ছিলো কেউ তার জন্য দুফোটা চোখের জল ফেলেনি । তাকে বলতে চাই আপনি মিথ্যা শাতভাগ মিথ্যা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।