আমাদের কথা খুঁজে নিন

   

গান-কবিতা-শ্রদ্ধায় মতিউর মল্লিক স্মরণে নাগরিক শোকসভা



গান-কবিতা-শ্রদ্ধায় মতিউর মল্লিক স্মরণে নাগরিক শোকসভা শিল্পী শামীমুল হকের কাব্যানুবাদসহ কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় কালজয়ী গীতিকবি মতিউর রহমান মল্লিক স্মরণে সাহিত্য-সংস্কৃতি কেন্দ্র আয়োজিত নাগরিক শোকসভা। এরপর মঞ্চে আসে সাইমুম শিল্পীগোষ্ঠীর তরুণ শিল্পীরা। তারা পরিবেশন করেন—‘তনু-মনে তুলব তুমুল তূর্য তাল ও তান/এসো গাই আল্লাহ নামের গান’। গত শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দেড় সহস্রাধিক কবি, শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও কবির ভক্ত-অনুরক্তরা শোকসভায় প্রদত্ত গুণীজন আলোচনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। আলোচনা শুরু করেন বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের উপ-পরিচালক চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন।

এরপরই বক্তব্য পরিবেশন করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক তরুণ নাট্য-নির্দেশক হুসনে মোবারক। অধ্যাপক সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতির বিবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। একে একে আলোচনায় অংশগ্রহণ করেন আশা ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম মাহবুবুল ইসলাম, সেন্টার ফর ন্যাশনাল কালচারের পরিচালক কথাসাহিত্যিক মাহবুবুল হক, মাসিক অঙ্গীকার ডাইজেস্ট সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ, ফররুখ গবেষণা ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান, সঙ্গীত ব্যক্তিত্ব মোস্তফা জামান আব্বাসী, বাংলাদেশ শিশু একাডেমির সাবেক চেয়ারম্যান কথাসাহিত্যিক অধ্যাপক জুবাইদা গুলশান আরা, অ্যাডভোকেট কবি গাজী এনামুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, বাংলা সাহিত্য পরিষদের পরিচালক, অনুবাদক ও গবেষক আবদুল মান্নান তালিব, কবির ছোট মেয়ে নাজমী নাতিয়া, শিশু-সাহিত্যিক শরীফ আবদুল গোফরান, কবির সহধর্মিণী ও কথাশিল্পী সাবিনা মল্লিক, বার্তা সংস্থা টুয়েন্টিফোর ডট নেট সম্পাদক সরদার ফরিদ আহমদ, জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ, কবি ও চিকিত্সক মোহাম্মদ মোরশেদ আলী, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোফাজ্জল হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. এসএম লুত্ফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান ও সাবেক সচিব শাহ আবদুল হান্নান। আলোচনা ও স্মৃতিচারণের ফাঁকে ফাঁকে পরিবেশিত হয় মতিউর রহমান মল্লিকের গান, তার কবিতা। উচ্চারণ শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘প্রশংসা সবই কেবল তোমারই’, সন্দ্বীপন শিল্পীগোষ্ঠীর শিশু শিল্পীরা পরিবেশন করে ‘বই পড় বই পড় বই পড়বে’, অনুপম শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘কারো কাছে চাননি কিছু’, নিমন্ত্রণ শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘যেখানে মেঘের মতো পাতার অন্ধকার’, শিল্পী রোকনুজ্জামান পরিবেশন করেন ‘পাষাণ পাষাণ মন/পাথর পাথর জন’, অনুপম শিল্পীগোষ্ঠীর শিশুশিল্পীরা পরিবেশন করে ‘সাহস আছে বলেই আমি পাল্লা দিতে আসি’, শিল্পী মশিউর রহমান পরিবেশন করেন ‘গান শোনাতে পারি যদি তুমি কথা দিতে পারো’, শিল্পী মোস্তফা জামান আব্বাসী পরিবেশন করেন ‘আমার কণ্ঠে এমন সুধা’ ও ‘হাত পেতেছে এই গোনাহগার’ গান দুটির অংশবিশেষ এবং শিল্পী সালাউদ্দিন আহমেদ পরিবেশন করেন ‘আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরওয়ার’।

সভায় কবির কবিতা থেকে আবৃত্তি করেন আবৃত্তি শিল্পীরা। মোস্তাগিছুর রহমান মোস্তাক আবৃত্তি করেন ‘তুমি কি এখন’, আহসান হাবীব খান আবৃত্তি করেন ‘তুলনা’, আহমদ বাসির আবৃত্তি করেন ‘অনেক বিজয়’ শীর্ষক কবিতা। কবিকে নিবেদন করে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোহাম্মদ মোরশেদ আলী, কবি হাসান আলীম, কবি আমিনুল ইসলাম। জাফর ফিরোজের কথা ও সুরে নিবেদিত গান পরিবেশন করে অনুপমের শিশুশিল্পীরা। স্মরণসভায় বিচারপতি আবদুর রউফ ইসলামকে একটি ইউনিভার্সাল কনসেপ্ট উল্লেখ করে বলেন, মর্দে-মুমিন কবি মতিউর রহমান মল্লিক এই কনসেপ্ট নিয়েই সৃষ্টিশীল কর্মের সাধনা করেছেন।

ড. এসএম লুত্ফর রহমান বলেন, সম্ভবত আমার শিক্ষক জীবনের সর্বশ্রেষ্ঠ ছাত্র মতিউর রহমান মল্লিক, যে নিজ হাতে আমার পা ধুইয়ে দিয়েছিল অজু করার সময়। এমন ছাত্রের শিক্ষক হিসেবে আমি গৌরবান্বিত। শিল্পী মোস্তফা জামান আব্বাসী বলেন, তার গানগুলো যদি ভালোভাবে জাতির সামনে পৌঁছে দেয়া যায় তাহলে গোটা বাংলাদেশে একটি নতুন বিপ্লব সৃষ্টি হবে। জুবাইদা গুলশান আরা বলেন, কবি মল্লিক মৃত্যুর ভেতর থেকে জীবনকে জাগাতে চেয়েছেন। সত্যের সাহস ও আত্মার সাহসকে তিনি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন।

সালাউদ্দিন আহমেদ বলেন, অতীতের মহত্ প্রতিভাধর ব্যক্তিদের পথ যেমন কুসুমাস্তীর্ণ ছিল না, তেমনি কবি মতিউর রহমান মল্লিকের পথও ছিল অনেক কঠিন। তার গান আমাদের আগামী দিনের পাথেয়। এভাবেই বক্তারা কালজয়ী এই গীতিকবির জীবন, কর্ম ও দর্শন উপস্থাপন করেন। বক্তারা বিস্ময় প্রকাশ করে বলেন, নজরুলের পর আর কোনো কবির প্রতি এদেশের গণমানুষ এত বিপুল শ্রদ্ধা প্রকাশ করেনি। Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।