পূজা উৎসবে যেতে ভয় হয়। এইতো সেদিন পূজা দেখতে এসে মর্মান্তিকভাবে আহত হল একাধিক ব্যক্তি। আমাদের পাশের বাড়ি বাইন বাড়ি এ ঘটনা ঘটে। খাড়াকান্দি গ্রামের কিছু দুষ্ট ছেলে এ ঘটনা ঘটায়। এক ব্যক্তিকে মারতে মারতে পঁচা নোংরা পানিতে ফেলে দেয়।
মাথাটা লাইট দিয়ে ফাঁটিয়ে দেয়। এক ব্যক্তি তার ফাঁটা মাথাটা বাধঁতে বাড়ি বাড়ি দৌঁড়ায়েছিল। আরেকদিন পূজায় ছয় নং ওয়ার্ডের মেম্মার কুদ্দুস মিয়াকে প্রচণ্ড মেরে খালে পঁচা পানিতে ফেলে দেয়। এ ঘটনাও খাড়াকান্দির দুষ্টছেলেরা ঘটায়। খাড়াকান্দির মাতুব্বরা তাদের ছেলেদের শাসন করে না বরং মাইরে উৎসাহ দেয়।
কুদ্দুস মিয়া এখন মৃত্যু শয্যায়। খাড়াকান্দির মানুষকে বিচার করার কেউ নেই। পূজার নাচনে সব দুষ্টদের শরীরে নাচন উঠে যায় এবং এর ফলে যা ঘটে তা কোন মতে মেনে নিতে পারি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।