আমাদের কথা খুঁজে নিন

   

১৫ আগস্ট ১৯৭৫



১৫ আগস্ট ১৯৭৫ । কাক ডাকা ভোর । রেডিও তে হুংকার । আমি মেজর ডালিম বলছি— আকাশে বাতাসে ধবনিত হলো ; প্রতিধবনি আছড়ে পড়লো- কোন মানুষের গায়ে লাগে নি সেদিন । মানুষের গা থেকে চামড়া খসে পড়েছিল ।

প্রতিবাদী হতে পারলো না কোন বাঙালি, বাংলার সন্তান । অস্ত্রের ঝনঝনানি সৈনিকের ভারি বুটের খটখট আওয়াজ পৈশাচিক উন্মদনায় ক’জন মেজর জলপাই রঙা জীপে মারণাস্ত্রের প্রদর্শনী । ভীতু বাঙালি । আট কোটি বাঙালি্র মুখে কূলুপ । বীরবেশে একজনই বেরিয়ে পড়েছিল সেদিন- সৈনিক না হয়েও ৭১-এ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ার মত করে, সে, অকুতোভয়- বাঘা সিদ্দিকী ।

তারপর শুধু রক্তবন্যা । দ্রুত পট পরিবর্তন । আর- ক্ষমতালোভীদের লড়াই জনবিচ্ছিন্ন যত আয়োজন । লাল টগবগে কালিতে লেখা ইতিহাস, পদস্থ সৈনিক- সুবিধালোভী তথাকথিত রাজনীতিবিদ, সুযোগ সন্ধানী আমলা । অতঃপর শুধু কলঙ্ক লেখার আনুষ্ঠানিক আড়ম্বর তাই আজও তুমি রক্তস্নাত--শ্রদ্বেয় মুজিবর ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।