আমাদের কথা খুঁজে নিন

   

আমরা আর আমাদের বিশেষজ্ঞ মতামত

কোনদিন আমি গাইব সেই গান ..যে গানে থাকবে না মলিন অহংকার

বাংলাদেশ ক্রিকেট দল চরম খেলা দেখালো - অভিনন্দন তাদের. আমরা হয়ত এতটা আশা করিনি , তারপরও যখন দেখলাম যে আমরা অসম্ভভ কে সম্ভব করলাম তখন একটা ভাব নিলাম - " আরে এটা কোনো বেপারই না !! " আমরা সবাই এখন খুবই আত্মবিশ্বাসী , জয়ের আনন্দে এখনো বাকবাকুম করে যাচ্ছি. চারিদিক থেকে এরই মধ্যে বিশেষজ্ঞ মতামত আসতে শুরু করেছে , আসলে আসতে শুরু করেছে প্রথম খেলা জয়ের পর থেকেই . বিশেষজ্ঞদের কেউই বিদেশ থেকে এসে তাদের মতামত দিচ্ছে না , কারণ আমরাই হলাম এই তথাকথিত " বিশেষজ্ঞ " . ইতোমধ্যে অনেকেই ঠিক করে ফেলেছেন কাকে বিশ্বকাপ ক্রিকেটে রাখবেন আর কাকে বাদ দিবেন . অবস্থা দেখে মনে হচ্ছে আমরাই আমাদের জাতীয় দল ঠিক করব - অনেকের বক্তব্য আরো সাংঘাতিক, এই অনেকে বোধ হয় গবেষণা করে বের করেছেন - " একে না রাখলে বিশ্বকাপে দল কিছুই করতে পারবেনা , ওকে দলে নেয়া যাবে না কারণ ওর ওই সমস্যা....আরো হাবিজাবি " . যতই দিন যাবে আর বিশ্বকাপ এগিয়ে আসবে , আমাদের চায়ের কাপে ঝড় তুলে মতামত দেয়ার মাত্রাও বেড়ে যাবে....... সবই খুব ভালো , সবারই বাক স্বাধীনতা আছে, তাই এই স্বাধীনতার সু-ব্যবহার করাই মনে হয় ভালো.... আমরা আমাদের জয় গুলোতেই মনে হয় এত লম্ফো-ঝম্ফো করি, যেটা খুবই স্বাভাবিক ব্যাপার . তাই আজকে সাকিবুলরা আমাদের হিরো . খেলার ফলাফল উল্টো হলে কিন্তু বেপারটা মোটেই এইরকম থাকত না . আর থাকতনা বলেই আজকে লিখতে বসা.....আমাদের জন্মগত এবং জিনগত বৈশিষ্ট হলো সফল ব্যক্তি এবং কাজকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া . যতদিন সফল , ততদিন তুমি মহান . আর ব্যর্থ হলে সবার একসাথে ঝাপিয়ে পরে ওই ব্যর্থতার ষোলোগুষ্ঠি উদ্ধার করা......কেউ এই জিনিসটা বুঝতে রাজি হইনা যে সাধ করে কেউ ব্যর্থতাকে আমন্ত্রণ জানায় না , এটা প্রকিতির নিয়মে আসবে আর যাবে... তাই আসুন সব ভালো প্রচেষ্টাকেই আমরা সাধুবাদ জানাই , সফল বা বিফল পরে বিচার করি (এবং দরকার হলে বিশেষজ্ঞ মতামত ও পরে দেয়া যাবে !!! ).....জাতীয় দল হারল কি জিতলো যাই হোক না কেন খেলোয়ারদেরকে তাদের পরিশ্রমের এবং চেষ্টার জন্য ধন্যবাদ জানাই . সাফল্যে আমরা তাদের সঙ্গী হব আর ব্যর্থতায় ধিক দিব এটা কোনো কথা হলোনা.....এটা প্রমান করবে আমরা সার্থপর , সুবিধাভোগী......আমরা নিশ্চই এতটা খারাপ না ?? সবশেষে ক্রিকেট দলকে আবারো শুভেচ্ছা ....বিশ্বকাপে এইরকম ঝলকানি দেখাক আর নাই দেখাক আমরা ওদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।