আমাদের কথা খুঁজে নিন

   

এক টুকরো কাপড়



এক টুকরো কাপড়-ইটালির তুরিন শহরের সেইন্ট জন দ্য ব্যাপটিস্ট গির্জায় ১৫৭৮ সাল থেকে একটি লিনেন কাপড় সংরক্ষিত আছে।কাপড়টি ১৩৫৭ সালে ফ্রান্সের এক গ্রাম থেকে উদ্ধার করা হয়।১৪ ফুট ৩ ইঞ্চি লম্বা ও ৩ ফুট ৭ ইঞ্চি প্রশস্থ এ কাপড়টিতে শাররিক আঘাতপ্রাপ্ত একজন মানুষের ছবির ছাপ রয়েছে।বহু খ্রিস্ট ধর্মানুসারীদের বিশ্বাষ কাপড়টি যীশুর সমাধিকার্যে ব্যবহৃত কাপড় তথা যীশুর কফিনের পবিত্র কাপড় এবং কাপড়টিতে ফুটে উঠা ছবিটি যীশুর পবিত্র দেহের ছাপ। অবিশ্বাষীরা বরাবরই এই দাবী উড়িয়ে দিয়ে আসছে এবং তাদের কথা হল এই কাপড়টি যীশুর কফিনের কাপড় নয় কাপড়ের ছবিটাও যীশুর নয়।বরং এটা মধ্যযুগের কোন চতুর শিল্পীর তৈরী চিত্রকর্ম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।