আমাদের কথা খুঁজে নিন

   

ওষুধনীতি

ওষুধনীতি আটকা পড়ে আছে কালো হাতের থাবার নিচে। মন্ত্রণালয়ে নয় মাস ধরে আটকে থাকায় বর্তমান সরকারের আমলে তার বাস্তবায়ন অনিশ্চিত হয়ে উঠেছে। নিয়ম অনুযায়ী ওষুধনীতির যে খসড়া প্রণয়ন করা হয়েছে তা মন্ত্রণালয়ে পর্যালোচনা করে সংযোজন-বিয়োজন শেষে প্রণয়ন কমিটির কাছে দেওয়ার কথা। তারপর প্রণয়ন কমিটি খসড়া চূড়ান্ত করে মন্ত্রণালয়ের কাছে পাঠালে সেটি মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় সংসদে উপস্থাপনের কথা। ওষুধনীতির খসড়া ৮-৯ মাস ধরে মন্ত্রণালয়ে আটকা পড়ে থাকায় বর্তমান সরকারের আমলে তা আদৌ আলোর মুখ দেখতে পাবে কি না সে বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে। জনস্বার্থে ওষুধনীতি প্রণয়ন এবং বাস্তবায়ন বিশেষ গুরুত্বের দাবিদার। দেশে ওষুধের ক্ষেত্রে নানামুখী বিশৃঙ্খলা চলছে দীর্ঘদিন ধরে। উৎপাদন ক্ষেত্রে ওষুধের গুণগতমান সংরক্ষণ, মূল্য নির্ধারণ, ওষুধ ক্রয়-বিক্রয়, প্রচারণা, চিকিৎসক এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর অনৈতিক ভূমিকাসহ সংশ্লিষ্ট সব বিষয় সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে। ওষুধনীতির খসড়া প্রণয়নের পর ৯ মাস আগে তা মন্ত্রণালয়ে পাঠানো হলেও কালো হাতের থাবায় ফাইলবন্দী রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের বরাত দিয়ে সহযোগী দৈনিকে বলা হয়েছে, তিনি দাবি করেছেন ওষুধনীতির কাজ থেমে নেই। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার কাজ শেষ হয়েছে। অচিরেই একটি মিটিং হবে। তারপর এটি মন্ত্রিপরিষদে পাঠানো হবে। সচিবের বক্তব্য সত্যি হলেও স্বীকার করতে হবে এ ক্ষেত্রে যে দীর্ঘসূত্রতা থাবা বিস্তার করেছে তাতে বর্তমান সরকারের আমলে ওষুধ নীতি ঘোষণার সম্ভাবনা নেই বললেই চলে, এর বাস্তবায়ন তো দূরের কথা। ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে গুরুত্বপূর্ণ কর্মসূচির তালিকায় ওষুধনীতি প্রণয়নের কথা ছিল। কিন্তু ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার উপক্রম হলেও তারা এ পর্যন্ত একটি ওষুধনীতি ঘোষণার ক্ষেত্রে কোনো সাফল্য দেখাতে পারেনি। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার অভাব না থাকলেও আমলাতান্ত্রিক জটিলতা বিশেষত ওষুধ কোম্পানিগুলোর অশুভ চাপ সব কিছু ভেস্তে দেওয়ার উপক্রম করেছে। আমলাতন্ত্রের রথী-মহারথীরা এ ক্ষেত্রে তাদের হুকুমদাসের ভূমিকা পালন করছে কিনা এমন একটি সংশয় বোদ্ধাজনদের আক্রান্ত করছে। আমাদের মতে, এ সরকারের আমলে ওষুধনীতি ঘোষণা ও বাস্তবায়ন চাইলে রাজনৈতিক নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। এর কোনো বিকল্প নেই।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।