মামুন বিশ্বাস
পাঁচ ম্যাচ একদিনের সিরিজে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে আকাশে উড়ছে বাংলাদেশ। আর এই জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক সাবিক আল হাসান। পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার।
ব্যাটে-বলে সমান ঔজ্জ্বল্য ছড়িয়ে সাকিব সিরিজের চার ম্যাচে ২১৩ রানের পাশাপাশি তুলে নিয়েছেন ৮ উইকেট।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে ৫১ বলে ৫৮ রান আর বল হাতে ৪১ রানে ৪ উইকেট নিয়ে তিনিই বাংলাদেশের জয়ের নায়ক।
দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়।
তৃতীয় ম্যাচে ১৩ রানের পাশাপাশি ১টি উইকেট পান সাকিব।
চতুর্থ ম্যাচে আবারো নায়ক তিনি। ব্যাট হাতে খেলেন ১০৬ রানে চমৎকার একটি ইনিংস। তার ওই ইনিংসের ওপর ভর করেই নিউজিল্যান্ডে বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
একদিনের খেলায় এটি ছিল সাকিবের পঞ্চম শতক। ওই ম্যাচে বল হাতে ১টি উইকেটও পান তিনি।
পঞ্চম এবং শেষ ম্যাচে ৩৬ রানের পাশাপাশি ২টি উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
কি বলা যায় সাকিব কে ? বাংলাদেশের 'পয়া' অধিনায়ক? ২০০৯ সালের জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওই সফরের জন্য সাকিবকে অধিনায়ক করা হয়।
ওই সফরের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথম টেস্ট সিরিজ জয়ের আনন্দ পায় বাংলাদেশ। পরে একদিনের সিরিজও ৩-০ তে জিতে নেয় তারা।
বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান দ্য উইজডেন ক্রিকেটার ম্যাগাজিনের পক্ষ থেকে ২০০৯ এর সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।