আমাদের কথা খুঁজে নিন

   

ই-মেইল ক্লায়েন্ট এবং আরএসএস রিডার হিসেবে ভাল হবে কোনটা? থান্ডারবার্ড নাকি আউটলুক এক্সপ্রেস? কিছু সাধারণ জিজ্ঞাসা... (সাহায্যপ্রার্থী পুষ্ট)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

একটা ই-মেইল ক্লায়েন্ট আর আরএসএস রিডার ব্যবহার করতে চাচ্ছিলাম।

থান্ডারবার্ডের খুব বেশি নামডাক শোনায় প্রথমে সেটাই ইন্সটল করলাম। ইন্সটল করার পরে ইয়াহু, জিমেইল, আর হটমেইল একাউন্ট দিলাম। কিন্তু ইয়াহু নিলোনা। নিলোনা ঠিক আছে কিন্তু আমি যে সেটাকে কেটে দেবো সেই অপশন অনেক খুজেও পেলাম না। বেশ কিছু আরএসএস দিয়ে ট্রাই করলাম।

কেন যেনো কাজ করলোনা। বারবার শুধু বলতে লাগলো "Invalid RSS"। আমার দেওয়ার মধ্যে হয়তো কোন ভূল ছিল। থান্ডারবার্ড নিয়ে সুবিধা করতে না পেরে আউটলুক এক্সপ্রেসে আসলাম। পিসিতে মাইক্রোসফট অফিস ২০০৭ ইন্সটল করা আছে।

তার সাথেই আউটলুক ছিল। আউটলুককে থান্ডারবার্ডের চেয়ে বেশি সহজ মনে হলো। কিন্তু জিমেইল এড করে যেই হটমেইল এড করতে গেলাম আর হলোনা। বারবার এরর দেখাতে লাগলো। তবে এর একটা ব্যাপার সুবিধার মনে হলো।

সেটা হলো টোটাল কতোগুলো মেইল ডাউনলোড করছে এবং কতো মেগাবাইট তা সো করে। কিন্তু থান্ডারবার্ডের কোথাও সো করতে দেখিনি। আমার প্রশ্নগুলো হলো: ১. কোনটা বেশি ভাল হবে? অন্য কোন সফট্ওয়্যার এর চেয়ে ভাল হলে একটু নামটা বলুন... ২. ইয়াহু এড করবো কিভাবে? আউটলুকে হটমেইল এড করার সিস্টেম কি? ৩. সামহোয়ার ইন ব্লগের আরএসএস ফিডের এড্রেস কি? এখন অফিস ২০১০ ডাউনলোড করছি। আর ১০০ মেগাবাইট বাকি আছে। আউটলুক ২০১০ পাবো ঐটার সাথে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.