আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের মহানায়ককে শোক শ্রদ্ধায় স্মরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ৩৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে প্রশাসন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দেশের বিভিন্ন স্থানে ব্যাপক কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে ছিল-সূর্যোদয়ের সময় দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালি, চলচ্চিত্র প্রদর্শন, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, খাদ্য বিতরণ ও আলোচনা সভা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

গোপালগঞ্জ : করপাড়া ইউনিয়নে আলী ফকিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সভায় বক্তব্য রাখেন শেখ ইউসুফ আলী, বাবুল আক্তার বাবলা প্রমুখ।

পরে উপস্থিত সবার মধ্যে খাবার বিতরণ করেন সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। নেত্রকোনা : পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু, পুলিশ সুপার জাকির হোসেন খান প্রমুখ। নীলফামারী : স্থানীয় শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মাহফুজুল হক ও পুলিশ সুপার জোবায়েদুর রহমান, অ্যাড. মমতাজুল হক প্রমুখ।

নোয়াখালী : জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতা-কর্মীরা।

এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী : জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী কেরামত আলী, পুলিশ সুপার রেজাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদা আসাদুজ্জামান, আবুল হোসেন প্রমুখ। শরীয়তপুর : সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী, বিএম মোজাম্মেল হক, শরীয়তপুর পৌর মেয়র আবদুর রব মুন্সী, অনল কুমার দে প্রমুখ। ঝিনাইদহ : চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে জেলা কৃষক লীগের উদ্যোগে খাদ্য বিতরণ করেন সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু। এ সময় আরও উপস্থিত ছিলেন সাজেদুল ইসলাম সোম, আশরাফুল আলম প্রমুখ।

রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসন পৃথক কর্মসূচি পালন করেন। এছাড়া জেলা পরিষদ ও পৌরসভা উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বাগেরহাট : সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন এবং সংসদ সদস্য অ্যাড. মীর শওকাত আলী বাদশার নেতৃত্বে শোকর্যালি বের হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা : দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আফজল খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য জোবেদা খাতুন পারুল, জেলা পরিষদের প্রশাসক আলহাজ ওমর ফারুক, সফিকুল ইসলাম শিকদার, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ, মফিজুর রহমান বাবলু প্রমুখ। এছাড়া জেলা প্রশাসন, কুমিল্লা জেলা পরিষদ, নগরীর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ, বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ জেলার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলো কোরআন খতম, মিলাদ মাহফিলসহ পৃথক কর্মসূচি পালন করে। মাদারীপুর : জেলা প্রশাসকের আয়োজনে স্বাধীনতা অঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে র্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। পরে জেলা প্রশাসক নূর-উর-রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

বগুড়া : মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে জেলা পরিষদ চত্বরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন, মজিবুর রহমান মজনু, রাগেবুল আহসান রিপু প্রমুখ। কঙ্বাজার : জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে শোকর্যালি বের হয়। র্যালিতে প্রশাসনের ঊধর্্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতারা অংশ নেয়।

কুষ্টিয়া : শহরের মজমপুর গেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ। ইবি : প্রশাসন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহিনুর রহমান। এ সময় প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন ও ছাত্র উপদেষ্টা ড. মাহবুবর রহমান উপস্থিত ছিলেন।

গাইবান্ধা : জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হকের সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ছিলেন সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও অ্যাড. সৈয়দ শামস-উল-আলম হিরু, পুলিশ সুপার সাজিদ হোসেন, আবু বকর সিদ্দিক, শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।

চাঁদপুর : আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসমাইল হোসেন, পুলিশ সুপার আমির জাফর, ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া : জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ এমদাদুল বারী, পুলিশ সুপার মনিরুজ্জামান, মেজর (অব.) জহিরুল হক খান প্রমুখ। বাঞ্ছারামপুরে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম। এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি্ব করেন ইউএনও এটিএম কাউছার হোসেন।

শেরপুর : জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আতিউর রহমান আতিক। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদুল করিম, চন্দন কুমার পাল প্রমুখ। বরগুনা : আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোকর্যালি বের হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক আ. ওয়াহাব ভুঞার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ : বেলকুচিতে দলীয় ও কালো পতাকা উত্তোলন করে শোক দিবসের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস।

পরে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্রের আয়োজন করা হয়। কুড়িগ্রাম : জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য জাফর আলী উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ : নাচোল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পতাকা উত্তোলন, শোকর্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধাদের নাম ঘোষণা না দেওয়ায় সভা বর্জন করেন মুক্তিযোদ্ধারা।

ভোলা : জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু ও ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে সমবায় চত্বর ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করেছে। এদিকে কবি মোজাম্মেল হক টাউন হলে জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ও সিভিল সার্জন ডাক্তার ফরিদ আহম্মদ।

নারায়ণগঞ্জ : সংসদ সদস্য আলহাজ নাসিম ওসমানের উপস্থিতিতে দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এর আগে চাষাঢ়া বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. দুলাল চন্দ্র চৌধুরী প্রমুখ।

মানিকগঞ্জ : শহীদ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন, জেলা প্রশাসক মাসুদ করিম, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. গোলাম মহীউদ্দীন, পুলিশ সুপার বিধান ত্রিপুরা প্রমুখ।

ঝালকাঠি : জেলা পরিষদ প্রশাসক সরদার শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আফজাল হোসেন প্রমুখ।

দিনাজপুর : সকালে শোকর্যালিতে অংশ নেন ভূমি প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার, সংসদ সদস্য ইকবালুর রহিম, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী প্রমুখ। অপরদিকে, চিরিরবন্দরে উপজেলা মিলনায়তনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী অনুদানের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান।

নরসিংদী : জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এবং সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু।

এছাড়া মনোহরদীতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. নুরুল মজিদ মাহামুদ হুমায়ন, শাহআলম, শামীম নেওয়াজ প্রমুখ। বেলাব উপজেলার আমলাব ইউনিয়নে কায়সার ই আলম প্রধানের উদ্যোগে কাঙালিভোজের আয়োজন করা হয়।

ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শোকর্যালির আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল হক এর নেতৃত্ব দেন।

লক্ষ্মীপুর : শোকর্যালিতে অংশগ্রহণ করেন এম আলাউদ্দিন, মিজানুর রহীম, শেখ জামাল রিপন, মনিরুজ্জামান, রাকিব হোসেন লোটাস প্রমুখ।

জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক একে এম মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা প্রমুখ। জেলা পরিষদের সামনে অপর এক আলোচনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক একে এম শাহজান কামাল, পৌর মেয়র আবু তাহের প্রমুখ।

টাঙ্গাইল : নাগরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকর্যালি বের হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম ইউলিয়াম, খোরশেদ আলম বাবুল, খন্দকার আবু আশরাফ প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : শহীদ মিনারে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

রূপগঞ্জ : ভুলতা ও তারাব ইউনিয়নের বিভিন্ন এলাকায় মিলাদ মাহফিল ও কাঙালিভোজে অংশগ্রহণ করেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), তোফাজ্জল হোসেন মোল্লা, শেখ সাইফুল ইসলাম, ফেরদৌসী আলম নীলা, মানজেরে আলম টুটুল, মুক্তিযোদ্ধা আমির হোসেন, তাবিবুল কাদির তমাল প্রমুখ।

আশুলিয়া : বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সৈয়দপুর (নীলফামারী) : ইউএনও শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য কর্নেল (অব.) মারুফ সাকলান, আমেনা কোহিনুর আলম, আলিম উদ্দিন প্রমুখ।

মেলান্দহ (জামালপুর) : উপজেলা হল রুমে আলোচনা সভায় ইউএনও সাজিয়া জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফারহান জাহেদী সফেন, আলহাজ এসএম আবদুল মান্নান, হায়দার আলী, জেসমিন আক্তার, আবদুর রাজ্জাক সুজা প্রমুখ।

দাউদকান্দি (কুমিল্লা) : উপজেলার গোয়ালমারীতে জসিম উদ্দিনের সভাপতি্বতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।

বাহেরচরে ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আব্দুস ছালাম ও মেঘনা উপজেলায় রতন সিকদারের উদ্যোগে পৃথক কাঙালিভোজের আয়োজন করা হয়। উপজেলার পুটিয়া হিমালয়, সুগন্ধা ও বাসরা মৎস্য প্রকল্পের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শাহীদউল্লাহ, মেহেদী হাসান সুমন, আবদুস ছামাদ, আলী আহম্মেদ, মাহবুবুল আলম সবুজ ও গোলাম মোস্তাফা প্রমুখ।

কলাপাড়া (পটুয়াখালী) : উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোকর্যালি বের করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

বড়াইগ্রাম (নাটোর) : উপজেলা প্রশাসনের উদ্যোগে সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুসের নেতৃত্বে একটি শোকর্যালি বের হয়।

টঙ্গী : টঙ্গী সিরাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। আরও উপস্থিত ছিলেন অ্যাড. আজমত উল্লা খান, থানা প্রেসক্লাবের সভাপতি এমএম হেলাল উদ্দিন, অধ্যক্ষ ওয়াদুদুর রহমান প্রমুখ।

কালকিনি (মাদারীপুর): ইউএনও মোহাম্মদ ফজলে আজিমের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।