শাফিক আফতাব---------------------------------------------- আমি আর কার কাছে যাবো, কাকে দেখাবো আমার অন্তর্গত সৌন্দর্য ? আমার গোয়েন্দা ঘরের শার্শিতে এক ভূত থাকে, সেই ভূতের কাহিনী আমি আর কাকে শোনাবো ? কার কাছে নিবেদীত হবো আমি, শিশুর মতোন মায়ের কাছে খুলে দেখানোর মতোন লজ্জাবতী মানব দেহের অঙ্গাবলী কাকে দেখাবো ? তুমিই জানতে আমার পছন্দগুলোর ফিরিস্তি, আমার কাম ক্রোধ বোধ আর সিন্ধুকের খবর। যাযাবরের জীবন আমি চাইনি, অজস্র নদীর এই দেশে ভবঘুরে আদিবাসী মানুষ হতে চাইনি ! আমি একটি স্থিতি চেয়েছিলাম, চেয়েছিলাম একটি ঘর, ঘরের মানুষ ; তোমাকে, তোমাকে সব বলেছিলাম, বলেছিলাম চৈত্র আমার প্রিয় মাস, আর প্রিয় তারাভরা রাত্রির আকাশ, অবোধ শিশুর মতোন ফ্যাল ফ্যাল করে যেন মায়ের কাছে মেলায় দেখা কাহিনী বলেছিলাম। কত কাছের মানুষ ছিলে তুমি, আজ তোমাকে বিশ্বাস হয় না তোমার কাছে যেতে ভয় হয়! অথচ আমি আর কার কাছে যাবো, কাকে দেখাবো আমার অন্তর্গত সৌন্দর্য। নিসর্গ : ঢাকা ১২.০৫.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।