আমাদের কথা খুঁজে নিন

   

ভোট কারচুপির অভিযোগ তুললেন ইমরান খান

তবে জাতীয় পরিষদে পিটিআই বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে বলেও ইঙ্গিত দেন তিনি। নির্বাচনপূর্ব সমাবেশে মঞ্চ থেকে পড়ে গিয়ে আহত ইমরান খান হাসপাতাল থেকে পাকিস্তানের জিও টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তার এ প্রতিক্রিয়া জানান। জাতীয় নির্বাচনের একদিন পর ভোট কারচুপির অভিযোগ তুললেন নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকা এই রাজনীতিক। এর আগে শনিবারই নির্বাচনে জয়ী হওয়ার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) এর প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তার ঘোষণার ১৭ ঘণ্টা পর এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে কারচুপির অভিযোগ এল বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা ‘দ্য ডন’ । এবারের নির্বাচনে তার দল তেহরিক-ই- ইনসাফ (পিটিআই) ক্ষমতায় আসবে বলে ঘোষণা দিয়েছিলেন ইমরান। কিন্তু ১১ মে’র ভোটের পর সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নির্বাচনে তার জয় ঘোষণা করেন। মেয়াদকালে সব নির্বাচনী ইশতেহারই পূরণ করবেন বলে জানান তিনি। অন্য দলের সমর্থন ছাড়াই তার দল পিএমএল-এন এবারের সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেন শরীফ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।