আমাদের কথা খুঁজে নিন

   

আজ উৎসবের রং এ রাঙানোর দিন। আমার কিছু অব্যক্ত কথা আজ অকপটে বলে দিলাম। উই আর দ্য ব্রাভো টাইগার্স

ফুলটাইম ক্রুয়েল জোকার, পার্ট টাইম সিরিয়াস

আনন্দ এভাবেই আসে। একটা জয় বদলে দেয় কত কিছু, ভুলিয়ে দেয় কত দুঃখ। জয়ের একটা আলাদা রং আছে। জয় ভুলিয়ে দেয় কত রাগ, অভিমান। একটা জয় শিখিয়ে দেয়, হাল না ছাড়তে।

একটা জয়ে সাহস বাড়ে .. আর একটা জয়ের । নিউজিল্যান্ড কে নিয়ে কিছুই বলার নাই । যা বলার ঘরের মানুষ আমাদের টিম নিয়ে বলি। কত রাগ লাগতো বাংলাদেশ হারলে। কত গালি দিছি মনে মনে , খেলতে পারিস না তো খেলতে নামিস কেন??? কত অভিমান ছিল বাংলাদেশ ক্রিকেট দলের মতো ।

প্রেমিকার মতো ভালোবাসি বাংলাদেশ ক্রিকেট টিম কে??? টিমের মুখে হাসি না দেখতে পেলে , আমার মুখ টা্ও হাড়ি হয়ে যায়, যখন বাংলাদেশ টিম হাসে , উল্লাস করে ... ইচ্ছা করে আমি ্ও ল্যাপ অব অনার দিয়ে আসি। আজ যদি বাংলাদেশ হারত(এমন অলুক্ষণে কথা চিন্তা্ও করি না আর ), জুনায়েদ সিদ্দিকি কে যে কত গুলা গালি দিতাম তার ইয়ত্তা নেই। আর লাস্ট ্ওভারের ছক্কার জন্য রুবেল কেউ বাদ দিতাম না। যখন জিতে গেলাম .... কিসের কি রাগ, এদের ঘাড়ে তুলে নাচতে ইচ্ছা করল। আবেগ এমন .... ্ওদের হার দেখলে আমার ভাল্লাগেনা।

সারা দিন মন খারাপ থাকে, হাসতে পারি না। কাছাকাছি ম্যাচে হেরে গেলে আরো খারাপ লাগত। বাসায় আমারে নিয়া সবাই হাসাহাসি করে এইজন্য। আমার বন্ধুরা্ও আমারে ক্ষ্যাপায়, আমি নাকি বাংলাদেশ দলের জন্য ক্ষ্যাপা পাগলা। কিন্তু কি করব ?? আমার প্রিয়তমা বাংলাদেশ এর মন ভার, হেরে যা্ওয়া আমি মানতে পারি না।

আমার মতো আবেগশূন্য মানুষের আবেগ , এই বাংলাদেশ ক্রিকেট টিম কে ঘিরেই। তোরা এভাবেই জিতে আয়। সাকিব, রুবেল, শুভ, শফিউল --------- আহ বুক টা ভরে যাচ্ছে নামগুলো নিতেই। প্রিয়তমার সাথে যেমন ঝগড়া হয়, আপন বন্ধুর সাথে যেমন ঝগড়া হয়, অভিমান হয়, বাংলাদেশ ক্রিকেট টিমের সাথ্ওে মনে মনে সেই ঝগড়া টা হয়। হারলে মনে হয় আর খেলা দেখব না।

কিন্তু পারি না । আবার দেখি । আগের চেয়ে দ্বিগুণ উৎসাহে আর আশা নিয়ে। একটা জয় ভুলিয়ে দিয়েছে আমার সব অভিমান, সব ক্ষোভ, সব রাগ, সব হিংসা। আজ আর কেউ ভারত পাকিস্তান নিয়ে মারামারি করবে না ।

আজ আর অস্ট্রেলিয়া, শ্রীলংকা বা দঃ আফ্রিকা নিয়ে মাতামাতির কিছু থাকবে না। পরের প্রেমিকা যত সুন্দর ই হোক, আমার প্রেমিকা বিশ্বসুন্দরী । আমার দেশ, আমাদের বাংলাদেশ জিতছে আজ । আর কাউকে গোনার মধ্যে ধরার সময় নেই। তোরা এভাবেই জিতে আয়, তোরা জিতলে গভীর সংকট্ওে দেশবাসী একত্রে একসূত্রে থাকবে ।

তোরা হারলে নানা মত নানা পথ তৈরি হবে। তোরা আমাদের স্বপ্ন দেখা। খুব ভালোলাগে যখন নোংরা রাজনীতিবিদরা কোনো ইস্যুতে এক হতে পারে না, কিন্তু বাংলাদেশ জিতলে সবাই শুভেচ্ছা জানায়। এই একটা ইস্যু তে সবাই একসূত্রে গাথা। এই একটা ইস্যুতে লীগ-বিম্পি মারামারি লাগে না।

কে কার আগে শুভেচ্ছা জানাতে পারে তার প্রতিযোগিতা চলে। তোরা জিতে আয় , জিতে আয়। বাংলাদেশের পতাকা নাচাই টেকনাফ থেকে তেতুলিয়া...... হ্যামারফাস্ট থেকে পুয়ের্তো উইলিয়ামস পর্যন্ত। এশিয়া, ইউরোপ, উঃ-দঃ আমেরিকা, আফ্রিকা সবখানে পত পত করে উড়তে থাক লোহিত-সবুজের বন্দনা। আজ বিলগেটসের চেয়ে্ও বেশি ধনী আমি।

আজ টেন্ডুলকার-ব্রাডম্যানদের চেয়্ওে বেশি সন্তুষ্ট আমি। কারণ, সুখী মানুষের জামা থাকে না । সুখী মানুষ থাকে খালি গায়ে । আমার কিচ্ছু নাই। কিন্তু আমার দেশ জিতছে ।

তার মানে অবশ্য অবশ্যই আমিই জিতছি। আনন্দের বন্যায় ভেসে যাচ্ছি আজ, অনেক দিন এমন বাধ ভাঙা কান্না কাদিনি ... আনন্দে আনন্দে। অনেকদিন পাশের বন্ধুকে নিবিড় আলিঙনে জড়িয়ে ধরে কাধ চাপড়ে দেই নি। অনেক দিন উৎসবের রং এ ভাসিনি। আজ আমাদের লাগামহীন আনন্দের দিন।

আজ একবার হাসছি , একবার কাদছি। আবার আনন্দের শেষে প্রস্তুত হব .... নতুন করে ..নতুন যুদ্ধের জন্য ... পুরান শত্রু বধের পণে, যুদ্ধের আমেজে , উৎসবের রং এ। উই আর দ্য ডেডলি টাইগার্স, উই আর দ্য ব্রাভো টাইগার্স ................... সবাই উৎসব করুন। আরুন শত্রু দেখলে সমস্বরে বলুন হাাাাাাাাাাাাাালুুুুুুুুুুুুুুুম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।