আমাদের কথা খুঁজে নিন

   

আজ থেকে এক হাজার শীত-বসন্ত শেষে...রাজশ্রী ৪ : নচিকেতা

অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/

আজ থেকে এক হাজার শীত-বসন্ত শেষে, এই পথেই যদি আসি আবার। সঙ্গে সেই স্মৃতি ভার, রঙচটা সেই গীটার, সেই অহংকার আগুন, সেই জোয়ার- হয়তো সব থাকবে সেই আগেকার মতই, পাবো কী দেখা রাজশ্রী তোমার? হয়তো পথের ধারে, পাবো বারে বারে, আমার শৈশব কৈশোর মলিন। পাবো মায়ের আঁচল, প্রিয়া বধুর কাজল, অগভীর ধানসিঁড়ির দিন প্রতিদিন। থাকবে একলা চলা, নয়তো সঙ্গে বলা, থাকবে হাজার পাগলামী আমার। হয়তো সব থাকবে সেই আগেকার মতই, পাবো কী দেখা রাজশ্রী তোমার? হয়তো সন্ধ্যা এসে, প্রকৃতির আদেশে, নিথর কৃষ্ণ-নীল রঙ ছড়াবে। হরবোলা এক পাখি, থামিয়ে ডাকাডাকি, হঠাৎ স্তব্ধতার গান শোনাবে। ফিরবো সেই পথেই আবার, সঙ্গে সাত সাগর বাধার, সঙ্গে সেই স্থির মন ঢেউ গোনার। হয়তো সব থাকবে সেই আগেকার মতই, পাবো কী দেখা রাজশ্রী তোমার? আজ থেকে এক হাজার শীত-বসন্ত শেষে, এই পথেই যদি আসি আবার।। ডাউনলোড : ৪.৯০ মেগাবাইট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।