https://www.facebook.com/ekramict
এযাবতকালে ফায়ারফক্সের অনেক গুলো অ্যাড-অন ব্যবহার করেছি, কিন্তু আমার কাছে সবচেয়ে কাজের যেটা মনে হয়েছে সেটা হল Web of Trust বা WOT.
এটা এমন ১ টা অ্যাড-অন যেটা আপনাকে যেকোনো ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট এ প্রবেশ করতে বাধা দেবে। প্রথমত-কোন ওয়েবসাইটকে সে রেটিং করে আপনাকে জানিয়ে দেবে যে সাইটটা আপনার জন্য সেফ কিনা।
নিচের ছবিটি লক্ষ করলেই বুঝতে পারবেন- গুগল এ crack লিখে সার্চ দেয়ার পরে সে কয়েকটা সার্চ result কে rating করেছে। প্রথমটা সবুজ দিয়ে সেফ বুঝাচ্ছে, ২য় এবং চতুর্থটা লাল মানে পুরোপুরি নিষিদ্ধ, তৃতীয়টা হলুদ দিয়ে বোঝাচ্ছে যে এখানে কিছু রিস্ক রয়েছে।
এই অ্যাড-অনটি শুধু warning দিয়েই ক্ষান্ত হবেনা, লাল চিহ্নিত কোন সাইট এ যদি আপনি তারপরও ঢুকতে চান, সে আপনাকে প্রতিহত করবে।
নিচের ছবিটি খেয়াল করুন।
আমি এখানে দ্বিতীয় result টা তে ক্লিক করার পর ওয়েবসাইট টা না খুলে সে স্ক্রীন এ এই warning দেখাচ্ছে। সেখানে অপশন থাকবে-আপনি চাইলে নিজের রিস্কে ঢুকতে পারবেন, চাইলে সাইটটিকে সেফ হিসেবে রেটিং ও দিতে পারবেন।
এতসব গুনাবলির জন্যই এই অ্যাড –অনটাকে বলা হয় WOT - Safe Browsing Tool
অনেকেই হয়ত এটার ব্যাপারে আগে থেকেই জানেন, তবে ব্লগে ফায়ারফক্সের অনেক অ্যাড-অনের review দেখেছি, কিন্তু এইটার নাম কোথাও দেখিনি দেখে পোস্টটা দিলাম। WOT ইন্সটল করতে চাইলে এবং আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।