আমাদের কথা খুঁজে নিন

   

দ্বন্দ্ব-বিক্ষত

রূদ্ধ সম্ভাবনার অসম্ভবে অবিরত কর্ষণে উচ্ছল পংক্তিমালা কান্ত হয়নি কখনও

স্থিরচিত্র সময় কেটে আমি হয়ে উঠছি ক্রমশ আমার একান্ত আমার ফিরে পেয়েছি, নিজেকে নিজের কাছে আপন ক’রে। সময়ের বাঁকে এখন আমার জন্য আমি অপেক্ষমান, দু:খের শেকল আর বিধেনা না আমাকে। আত্মার জমিনে মৃদুমন্দ বয়ে যায় অপার্থিব সুখের উত্তাপ । আকাঙ্খার আয়না সরিয়ে দেখি জীবনের চৌহদ্দী পৃথিবীর চেহারা- আবদ্ধ জীবন। নির্বিকার করি দু:খের দাফন, প্রতিনিয়ত নিজের সাথেই নিজে বিরোধে জড়াই নির্বাসিত হই- ফিরে আসি; ঘুমিয়ে পড়ি; দ্বন্দ্ব-বিক্ষত ঘুম আমার ভেতরে পক্ষদ্বয় লড়াই করে যায়। জেগে দেখি তখনও লড়াই চলছে। যন্ত্রণার কাঠুরিয়া নিরন্তর বিদ্ধ করে, আত্মস্থ হই অনঢ় বিশ্বাসে। সময়ের গভীরে হাত বাড়িয়ে খুঁজি নিশ্চয়তা কুয়াশা-সমুদ্র দেয়াল এঁকে দেয়। বিশ্বাসের নূর আলো ছড়ায় হৃদয়ের পরতে পরতে প্রশান্তির আকাঙ্খায় যখন হৃদয়ে দহন প্রাত্যহিক সময় অতিক্রম ক’রে চলে যাই দূরে...বহু..দূরে জীবন যেখানে কথা বলে আনন্দে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।