বার বার মনে পড়ে সোনালী সেই দিন গুলো...
আব্বাস আলী পেশায় ভ্যান চালক। সে সারাদিন ভ্যান চালিয়ে বাসায় ফেরে রাতে। ঘুমুতে গেলে তার বউ প্রায়ই কথা কাটা কাটি করে ঝগড়া বাধিয়ে ফেলে। খুব দুশ্চিন্তায় আছে আব্বাস আলী। কি করা যায়।
তার সমস্যা নিয়ে কার কাছে যাবে, কি করবে ভেবে পাচ্ছে না। কার কাছে পরামর্শ নেবে তা বুঝে উঠতে পারছেনা সে। আর এভাবে চলতে ভাল লাগেনা তার। কারন সারাদিন হাড় ভাঙ্গা খাটুনির পর বাসায় ফিরে বউয়ের সাথে ঝগড়া করতে ভাল লাগে না।
২.
আব্বাস আলী ফরিদ মিয়ার দোকানের মালামাল আনা নেয়া করে ।
সে ফরদ ভাইকে ব্যাপারটা খুলে বলেন। ফরিদ ভাই উচ্চ স্বরে হাসে আব্বাস আলীর কথা শুনে। ফরিদ বলে আরে বেক্কেল এই ব্যাপার নিয়ে তোর বউয়ের সাথে ঝগড়া হয়। এইটা কোন ব্যাপার হইল। শোন তুই একাটা পারফিউম কিনে নিয়ে যা।
রাতে ঘুমানোর আগে গোসল করে পারফিউম স্প্রে করে ঘুমাবি। তবে আর কোন সমস্যা হবে না।
৩.
আব্বাস আলীর কাজ শেষ। বাসায় ফেরার সময় হয়েছে। বাড়ী ফেরার আগে দোকান থেকে সে বিদেশি ব্রান্ডের বডি স্প্রে কিনে বাড়ীর উদ্দেশ্যে রওনা দিল আব্বাস।
টাকা বাচাঁতে আব্বাস অন্যজনের সাথে পার্টনারে অর্থৎ ভাগে রওনা হল। এখন স্প্রের গন্ধ বা ফ্লেবার কেমন তা জানেনা আব্বস, এর ঘ্রান ভাল কিনা তা প্রমান করার জন্য কোমর থেকে স্প্রের বোতল বের করে পাশের পেশেনজারকে বলে ভাই স্প্রের ঘ্রানটা কেমন দেখেন তো ভাল কিনা? লোকটি বলে না ভাই আমি দেখতে পারবানা। আব্বাস বলে কেন? লোকটি বলে না ভাই এমন গন্ধ নাকে দিয়ে মানুষ অজ্ঞান করে তার সবকিছু লুট করে নেয়।
লোকটি মনে মনে ভাবছে আমার কাছে যে ১০ হাজার টাকা আছে তা এই প্রতারক লোকটি জানল কিভাবে। অথচ আব্বাস জানেনা তার কাছে টাকা আছে কিনা।
আর আব্বাসের উদ্দেশ্যে কোর ভেজাল নেই। অতাৎ আব্বাসের কোন অসৎ উদ্দেশ্য নেই।
৪.
এর মধ্যে বহুবার পারফিউমের ঘ্রান চেক করানোর চেষ্টা করেছে আব্বাস। এক পর্যায়ে বাধ্য হয়ে ভয়ে লোকটি রিক্সা থেকে নেমে গেল। আব্বাস তার পিছু নিল ভাই একটু দেখুন না।
লোকটি ভয়ে দৌড় দিল। আব্বাস হতাশ , কি করা যায়। সে রিক্সা ওয়ালাকে বলল তুমি একটু দেখনা ভাই এর ঘ্রানটা কেমন। এবার রিক্সা ওয়ালা ভয় পেয়ে গেল সে বলল না ভাই আমি দেখতে পারবনা। আব্বাস রিক্সা ওয়ালাকে দেখোনোর চেষ্টা করল এটা খারাপ কিছু না।
কিন্তু রিক্সা ওয়ালা দেখতে রাজী নয় কাছে গেলে রিক্সা ওয়ালা রিক্সা ছেড়ে দূরে সরে যায়। বাধ্য হয়ে আব্বাস বলে ভাই ঘ্রান দেখার দরকার নেই। তুমি ভাড়া নিয়া যাও রিক্সা ওয়ালা বলে না ভাই ভাড়া দেওয়া লাগবনা। আপনি চইলাযান। কোনভাবেই ভাড়া দিতে পারলনা আব্বাস।
এমন পরিস্থিতিতে আব্বাস কি করবে ভেবে পাচ্ছেনা পরে বাধ্য হয়ে কাউকে কিছু না বলে বাড়ীর উদ্দেশ্যে রওনা দিল। একলা হাটতে হাটতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।