জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি।
নিউজিল্যান্ড পাতানো ম্যাচ খেলেছে বাংলাদেশের সাথে। নইলে বাংলাদেশের কখনো পরপর তিন ম্যাচে তাদের হারানো সম্ভব নয়। এবং জন্য নাকি ভেটোরী কোটি ডলার আয় করেছেন। কথাটি শুনেই মেজাজ ঠিক রাখতে পারিনি।
মুখে যা এসেছে তাই বলেছি,শালা কুত্তার বাচ্চাকে। আমরা নাকি সামান্য সাফল্যে আত্মহারা হয়ে যাই। ৯৯ বিশ্বকাপে পাকিস্তানের সাথে ম্যাচটি নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। বড়দলগুলো নাকি মাঝে মাঝে আমাদের চান্স দেয়। ক্রিকেট-ফুটবলে নাকি সরকার অনেক টাকা অপচয় করে।
এ সব নাকি বন্ধ করা উচিত।
গতকাল বাংলাদেশ জয়ের পরে (ব্রাকের গুলশান নিকেতনের টার্কে) অনেক আনন্দ করেছি। শেষ ক্যাচটি যখন নিল তখন আনন্দে অপরিচিত একজনকে জড়িয়ে ধরেছি। খুশীতে বেহুশ হওয়ার অবস্থা আমার আর ফারুকের।
রাতে ডিনারেও খেলা নিয়ে আলোচনা করছিলাম আমরা কয়েকজন।
ঐ সময় আমাদের পাশের টেবিলের অভদ্র কুত্তার বাচ্চা এসব কথা বলছিলেন। আমরা তাকে ছাড়েনি, ইচ্ছেমত ধোলাই করেছি। আর আমার শহরে হলেতো পিটিয়েই দিতাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।