আমার মনের তারাগুলোর কিছুর দেখা ঐ পাই
তারপরও বিশেষ তারার আকাশেতে দেখা নাই,
কেউ যখনই হারিয়ে যায়, হয় কি সে এক তারা?
কত ভাবি এই নিয়ে আমি ভেবে কেবল সারা!
জীবন থেকে হারিয়ে যেয়ে কেউ তারা যদি হয়
জীবন থেকে আড়াল হয়ে সে কোথায় তারা হয়?
মন মানে না খুঁজে বেড়ায় কোথায় হারানো জন
আকাশ পানে চেয়ে থেকে কেন্দে বেড়ায় মন।
এত আপন ছিল যে সে আজ হঠাৎ হলো পর
কোথায় যেয়ে, কার সাথে, করছে যে সে ঘর!
আমার মনে তারা হয়ে আছে সে থাকবে সদা
বলতে পারো কেউ জানো তার কেমন ব্যথা?
মৃত্যু এসে ছিনিয়ে নিলে তার ব্যথা যেমন
আপন থেকে পর হলে তার ব্যথা কেমন?
জানো যদি খুঁজতে আমায় তারাদের মাঝে
ধিকিধিকি জ্বলছি আমি দিবা নিশি সাঁঝে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।