আমাদের কথা খুঁজে নিন

   

দু:খ মানব

শৈশবের উঠোনে ছড়ানো দুয়েকটি তাজা বকুল

করতলে দু:খ রেখেছি জ্বলন্ত কয়লার মতো আমার আদুরে দু:খ, ছায়ার মতো অনুপাতে সূত্রের মতো। হীরে নেই, জহরত নেই , তবু দু:খ আছে সযতনে রেখে দেয়া বিদেশি মুদ্রার মতো দু:খঋণ আদালত আমাকে নির্বাসনদন্ড শুনিয়েছে, শুনানি হয়নি কোনো। একাকী জনশূণ্য দ্বীপে দু:খ শিকার করে চলেছি অবিরত দু:খের নিরাপদ চাষবাস দু:খের ধান পাখির মতো খুটেখুটে খাই সারাদিন-সারাবেলা। দু:খের নামে বাজি ধরেছি সমস্ত জীবন মাতৃস্নেহের মতো দু:খ আগলে আছি আমি আজ এক দু:খ মানব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।